কক্সবাজারে হাট থেকে ফেরার পথে গরু লুট, বাধা দিতে গিয়ে খুন তরুণ
Published: 3rd, June 2025 GMT
কক্সবাজারের রামুতে কোরবানির গরু কিনে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা দুটি গরু লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে মো. সালাহউদ্দিন পারভেজ (২২) নামে এক তরুণ খুন হয়েছেন। আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা আরও দুজন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ ইউনিয়নের ফুলনিরচর গ্রামের আবদুর রহিমের ছেলে। আহতরা হলেন উপজেলার চাকমারকুল ইউনিয়নের শাহ আহম্মদ সিকদার পাড়ার আহম্মদ হোসেন ও তাঁর ছেলে ফোরকান আহমদ। এ ঘটনায় পুলিশ আজ মঙ্গলবার দুপুরে মেহেদী হাসান ও শাহেদ ইমরান নামে দুই তরুণকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি লুট করা গরু দুটিও উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান প্রথম আলোকে বলেন, কোরবানির জন্য হাট থেকে কিনে বাড়িতে নেওয়ার সময় সন্ত্রাসীরা দুটি গরু লুটের চেষ্টা চালায়। এ সময় বাধা দিলে তিনজনকে ছুরিকাঘাত করে তারা। এতে সালাহউদ্দিন পারভেজ নামের একজনের মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। লুট করা গরু দুটিও উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
সন্ত্রাসীদের হামলায় আহতদের একজন ফোরকান আহম্মদ বলেন, সোমবার সন্ধ্যায় গর্জনিয়া বাজার থেকে কোরবানির জন্য দুটি গরু কেনেন তাঁরা। গাড়ি না পাওয়ায় তাঁরা গরু দুটি নিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে কাউয়ারখোপের জাদিপাহাড় এলাকায় পৌঁছালে স্থানীয় যুবক জাহেদের নেতৃত্বে কয়েকজন গরু দুটি লুটের চেষ্টা চালায়।
ফোরকান আহম্মদ আরও বলেন, গরু লুট করতে এলে সন্ত্রাসীদের তাঁরা বাধা দেওয়ার চেষ্টা করেন। হইচই শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে গরু দুটি নিয়ে তাঁরা তিনজন আবার হাঁটতে শুরু করেন। কিছু দূর যাওয়ার পর জাহেদের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী আবার তাঁদের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা দা ও ছুরি দিয়ে তাঁদের ওপর হামলা করে। ছুরিকাঘাতে সালাহউদ্দিন পারভেজ গুরুতর আহত হন। হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হামলায় তাঁর বাবা আহম্মদ হোসেন ও তিনি নিজেও আহত হন। এ সময় সন্ত্রাসীরা গরু দুটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পারভেজকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বর্তমানে ফোরকান ও তাঁর বাবা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র কর ছ ফ রক ন ল ট কর এ সময়
এছাড়াও পড়ুন:
সিরাজগঞ্জে সাবেক এমপি মিল্লাত-হেনরীসহ আওয়ামী লীগের ৫১ জনের নামে মামলা
ছবি: সংগৃহীত