কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদ থেকে ঈদুল আজহার বরাদ্দ ভিজিএফের ৬০ বস্তা চাল লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা তাৎক্ষণিক অভিযান চালান। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২২ বস্তা চাল উদ্ধার করেন সেনাবাহিনীর সদস্যরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেহেদী হোসেন (২২) নামের এক তরুণকে আটক করা হয়। তাঁকে দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা ২টা ৩০ মিনিটের দিকে ১৫-২০ জনের একটি দল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হঠাৎ হামলা চালায়। তারা ভেতরে ঢুকে প্রায় ৬০ বস্তা চাল লুট করে নিয়ে যায়। প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ৩ হাজার কেজি চাল লুট হয়।

প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, এর আগে সকাল সাড়ে ১০টা থেকে ফিলিপনগর ইউনিয়ন পরিষদে দুস্থদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। দুপুরের দিকে সেখানে জনসমাগম কমে যায়। তখন দুর্বৃত্তরা এসে চাল লুট করে। ঘটনার পরপরই সেনাবাহিনীর একটি দল, দৌলতপুর থানা-পুলিশ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একরামুল হক, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহাবুল ইসলাম ও গ্রাম পুলিশের সহায়তায় আশপাশের বিভিন্ন বাড়িতে তল্লাশি চালানো হয়।

দৌলতপুর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অনেককে শনাক্ত করা হয়েছে। সেনাবাহিনীর নেতৃত্বে চাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হাই সিদ্দিকী বলেন, লুট হওয়া চাল উদ্ধারে যৌথভাবে অভিযান চলছে। আশা করা যাচ্ছে, সব চালের বস্তা শিগগিরই উদ্ধার হবে। সন্ধা পর্যন্ত ২২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে মেহেদী হোসেন (২২) নামের এক তরুণকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত দ লতপ র

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ