ঈদের সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে সম্প্রতি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তারকাদের আনুষ্ঠানিক বক্তব্য শেষে ছিল প্রশ্নোত্তর পর্ব। একে একে সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের জবাব দেন শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান, রায়হান রাফীসহ সিনেমা–সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিরা।

রায়হান রাফীর কাছে জানতে চাওয়া হয়, ‘তাণ্ডবে’ কি আফরান নিশো থাকছেন? উত্তরে পরিচালক বলেন, ‘‘যেটা চমক, সেটা চমক থাকাই ভালো।’’

রহস্যময় এই উত্তরের শেষ ভাগে রাফী বলেন, ‘‘এমনও হতে পারে, যাদের নাম শোনা যাচ্ছে, তারা কেউ না–ও থাকতে পারেন। তিনি জানান, আগামী শনিবারই ঈদুল আজহার দিনে মুক্তি পাবে সিনেমাটি, সেদিনই সব জানা যাবে।’’ 

আরো পড়ুন:

শাকিব খানের সঙ্গে নাচার অভিজ্ঞতা জানালেন ফারিণ

কাঁধে কাঁধ মেলালেন শাকিব-নিশো, যা বললেন জয়

শাকিব খানকে প্রশ্ন করা হয়েছিল ছোট পর্দার নায়িকা সাবিলা নূরের সঙ্গে কেন কাজ করলেন? এই প্রশ্নের উত্তরে শাকিব খান বলেন, ‘‘এ বিষয়টা আসলে শুনতেই ভালো লাগে না।বড় পর্দা, ছোট পর্দা.

..। আমরা অভিনেতা–অভিনেত্রী। আমাদের কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেওয়া। এখন আসলে পৃথিবীতে এ বিষয়টাই চলে না, কোন পর্দার মানুষ।’’ 

এই উত্তর দিয়েই থেমে জাননি মেগাস্টার। তিনি আরও বলেন, ‘‘লিচুর বাগানে- দিয়ে কী যে আগুন লাগিয়ে দিল সাবিলা। বাংলা সিনেমা আর একটা স্টার হিরোইন পেয়ে গেল।’’
সাবিলা নূরের সঙ্গে আরও কাজ করার প্রতিশ্রুতি দেন শাকিব খান।

লিচুর বাগানে কেন স্লো মোশনের গান-এই বিষয়টিও পরিষ্কার করেন রায়হান রাফী। তিনি বলেন, ‘‘সবাই ধারণা করে নিয়েছিলেন আইটেম গান, কিন্তু এটা একটা রোমান্টিক গান। আর রোমান্টিক গান সব সময় স্লো হবে এটাই স্বাভাবিক। বাংলাদেশের হারিয়ে যাওয়া গানকে তুলে ধরার চেষ্টা করেছি। কিছু মানুষের কষ্ট কেন ‘দুষ্টু কোকিল’–এর মতো হলো না। আমি তাদের বলব, আমরা বাংলাদেশের হারিয়ে যাওয়া গানকে বাণিজ্যিকভাবে শুট করেছি।’ 

টলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বলতে গেলে ঢালিউডের চেয়ে টলিউডেই তার পদচারণা বেশি। এবার ‘তাণ্ডব’ এ থাকছেন এই গুণী অভিনেত্রী। তিনি এই কাজ কলকাতার দর্শকদের দেখাতে চান। 

ঢাকা/লিপি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ