সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল আজহা উদ্যাপন
Published: 6th, June 2025 GMT
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে দেশের অন্তত ১১টি জেলার বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করা হয়েছে। আজ শুক্রবার সকালে এসব স্থানে ঈদের নামাজ আদায় করা হয়েছে। তবে বাংলাদেশে ঈদ উদ্যাপিত হবে আগামীকাল শনিবার।
মাদারীপুর
 মাদারীপুরে ২৫ গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ আজ ঈদ উদ্যাপন করেছেন। আজ সকাল সাড়ে নয়টায় জেলার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের তাল্লুক এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। এখানে ঈদের নামাজে ইমামতি করেন স্থানীয় মৌলভী বাড়ি মসজিদের ইমাম সিদ্দিকুর রহমান।
চট্টগ্রাম
চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালী উপজেলায় আজ ঈদুল আজহা উদ্যাপন করেছেন মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা। এর বাইরে দেশের বিভিন্ন প্রান্তের শতাধিক গ্রামে একই সময়ে ঈদুল আজহা উদ্যাপন করেন দরবার শরিফের অনুসারীরা। হানাফি মাযহাব অনুসরণ করে প্রতিবছর হজের পরদিন ঈদ পালন করেন তাঁরা।
মির্জাখীল দরবার শরিফের মুখপাত্র মোহাম্মদ মছউদুর রহমান জানান, দরবার শরিফের অনুসারীরা দুই শতাধিক বছর ধরে এই ধারায় ঈদ উদ্যাপন করে আসছেন।
আজ সকাল সাড়ে সাতটায় উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে ঈদ প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এ ছাড়া চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারীরা আজ দক্ষিণ চট্টগ্রামের প্রায় ৬০ গ্রামে ঈদুল আজহা উদ্যাপন করেছেন। সকাল সাতটায় প্রধান ঈদের জামাত চন্দনাইশ শাহছুফি মমতাজিয়া দরবার শরিফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবারের পীর সৈয়্যদ মাওলানা মোহাম্মদ আলী।
রাজশাহী
রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের ফকিরপাড়া মহল্লার মুসলিম জামে মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়েছে। সকাল আটটার দিকে মসজিদের ছাদে ঈদের নামাজে অংশ নেন ১১ জন। নামাজের ইমামতি করেন মো.                
      
				
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ঈদ র ন ম জ ঈদ ল আজহ উপজ ল র
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।