বৈরী আবহাওয়া: খুলনার সার্কিট হাউস মাঠে হচ্ছে না ঈদের জামাত
Published: 6th, June 2025 GMT
বৈরী আবহাওয়ার কারণে খুলনার সার্কিট হাউজ মাঠে এবার ঈদুল আজহার কোনো জামাত অনুষ্ঠিত হচ্ছে না। শুক্রবার (৬ জুন) মুষলধারে বৃষ্টিপাতের কারণে মাঠ কর্দমাক্ত হয়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, সার্কিট হাউজ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খুলনায় ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় ও ১০টায় অনুষ্ঠিত হবে তৃতীয় জামাত।
শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে, বিকেলে খুলনার বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো.
আরো পড়ুন:
বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, ঈদের দিনেও সম্ভাবনা
খাগড়াছড়িতে ভারী বর্ষণ, কয়েক স্থানে পাহাড় ধস
পরিদর্শন শেষে জানানো হয়, বৈরী আবহাওয়ার কারণে সার্কিট হাউজ মাঠ ঈদ জামাত আয়োজনে উপযুক্ত নয়।
ঢাকা/নূরুজ্জামান/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ঈদ ল আজহ র অন ষ ঠ ত
এছাড়াও পড়ুন:
ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৩১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.২০ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ।
এর আগের সপ্তাহের (২৪ থেকে ২৮ জুলাই) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৩১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৬০ পয়েন্ট বা ৬.১৮ শতাংশ।
খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬.১০ পয়েন্টে, ব্যাংক খাতে ৭.১৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৮৯ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১০.৭০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.০৮ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.৩৫ পয়েন্টে, আর্থিক খাতে ১২.৬০ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৭৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৪.১০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৪.৯৪ পয়েন্টে, আইটি খাতে ১৬.৩১ পয়েন্টে, বিবিধ খাতে ১৬.৬৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৭.৯৬ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ১৮.৪৩ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২১.৮১ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ২১.৯৩ পয়েন্টে, পাট খাতে ২৬.১৯ পয়েন্টে, ট্যানারি খাতে ২৬.৭৭ পয়েন্টে, এবং সিরামিক খাতে ৫৭.৪৭ পয়েন্টে অবস্থান করছে।
ঢাকা/এনটি/ইভা