বৈরী আবহাওয়ার কারণে খুলনার সার্কিট হাউজ মাঠে এবার ঈদুল আজহার কোনো জামাত অনুষ্ঠিত হচ্ছে না। শুক্রবার (৬ জুন) মুষলধারে বৃষ্টিপাতের কারণে মাঠ কর্দমাক্ত হয়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, সার্কিট হাউজ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খুলনায় ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় ও ১০টায় অনুষ্ঠিত হবে তৃতীয় জামাত।

শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে, বিকেলে খুলনার বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো.

ফিরোজ সরকার সার্কিট হাউজ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেন।

আরো পড়ুন:

বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, ঈদের দিনেও সম্ভাবনা

খাগড়াছড়িতে ভারী বর্ষণ, কয়েক স্থানে পাহাড় ধস

পরিদর্শন শেষে জানানো হয়, বৈরী আবহাওয়ার কারণে সার্কিট হাউজ মাঠ ঈদ জামাত আয়োজনে উপযুক্ত নয়।

ঢাকা/নূরুজ্জামান/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ঈদ ল আজহ র অন ষ ঠ ত

এছাড়াও পড়ুন:

চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষ পেলেন হুম্মাম কাদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।

চট্টগ্রাম-৭ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

রাঙ্গুনিয়া উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-৭ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তবে, বাবার অবর্তমানে এবারই প্রথম প্রার্থী হলেন হুম্মাম কাদের।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ