ঈদের দিনে ৪২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
Published: 7th, June 2025 GMT
গাজায় ঈদুল আজহার দিনে ইসরায়েলি হামলায় অন্তত ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি খাদ্য বিতরণ কার্যক্রমও বন্ধ রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)। খবর আল-জাজিরার
প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনূসের নাসের হাসপাতালে অন্তত ১৬টি মরদেহ পৌঁছেছে। এছাড়া গাজার উত্তরের আল-শিফা হাসপাতালে ১৬ জন, গাজা শহরের আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে পাঁচজন এবং দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে আরও পাঁচজনের মরদেহ আনা হয়েছে।
এদিকে গত বৃহস্পতিবার আল-আহলি হাসপাতালে ইসরায়েলি হামলায় আহত এক সাংবাদিক শুক্রবার মারা গেছেন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়িয়েছে ২২৬ জন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শিক্ষকদের জন্য আইপিডিসির নতুন ঋণসেবা ‘প্রজ্ঞা’
আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি বাংলাদেশের শিক্ষকদের জন্য ‘প্রজ্ঞা’ নামে নতুন একটি ঋণসেবা চালু করেছে।
আইপিডিসি ও প্রথম আলোর যৌথ উদ্যোগে চলমান ‘আইপিডিসি–প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫’ পঞ্চম আসরের অংশ হিসেবে এই ঋণসেবা চালু করা হয়েছে। প্রিয় শিক্ষক সম্মাননা আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে জাতি গঠনে শিক্ষকদের অমূল্য অবদানকে স্বীকৃতি জানানোর পাশাপাশি তাঁদের আর্থিকভাবে স্বনির্ভর করা।
আইপিডিসি জানিয়েছে, প্রজ্ঞা নামের এই ঋণসেবা শুধু আর্থিক স্বনির্ভরতা নয়, বরং শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার এক আন্তরিক প্রকাশ। দেশের ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের অসামান্য ভূমিকা বিবেচনায় রেখে এই বিশেষ ঋণসেবা চালু করা হয়েছে, যাতে তাঁরা সহজে ও নিশ্চিন্তে নিজেদের আর্থিক প্রয়োজন পূরণ করতে পারেন।
প্রজ্ঞা ঋণসেবায় কিছু বিশেষ সুবিধার মধ্যে রয়েছে সুদহার কম, প্রসেসিং ফিতে ৫০ শতাংশ ছাড় এবং জামানত ছাড়াই সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ। অন্যান্য ঋণের মতো শুধু চাকরি থেকে প্রাপ্ত আয় নয়, এখানে টিউশন বা কোচিংয়ের আয়ও বিবেচনায় নেওয়া হয়, যাতে আরও বেশি শিক্ষক এই সুবিধার আওতায় আসতে পারেন।
শিক্ষকদের প্রয়োজন বুঝে প্রজ্ঞা ঋণসেবাটি সহজ ও নমনীয় শর্তে তৈরি করা হয়েছে। ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত কিস্তিতে ঋণ পরিশোধ করার সুযোগ থাকবে। এই ঋণ সরকারি–বেসরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন শিক্ষকেরা নিতে পারবেন। এমনকি যেসব অবসরপ্রাপ্ত শিক্ষকের নিয়মিত আয় আছে, তাঁরাও এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে মাসিক আয় হতে হবে ন্যূনতম ২০ হাজার টাকা। আর বয়স হতে হবে ২২ থেকে ৬৫ বছর।
আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিজওয়ান দাউদ সামস বলেন, ‘আইপিডিসি বিশ্বাস করে, শিক্ষকেরাই একটি অগ্রসর ও আলোকিত সমাজ গঠনের প্রকৃত নির্মাতা। সে জন্য এমন একটি অর্থনৈতিক সুবিধার মাধ্যমে আমরা তাঁদের দীর্ঘদিনের অবদানকে সম্মান জানাতে চাই, যা তাঁদের প্রয়োজন ও বাস্তবতা অনুযায়ী বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। যাঁরা প্রতিদিন জাতি গঠনের কাজে নিবেদিত, তাঁদের এই সামান্য শ্রদ্ধাঞ্জলি দিতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।’