ফেনীতে গাছে অটোরিকশার ধাক্কা, নিহত ১
Published: 9th, June 2025 GMT
ফেনীর ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায় আজমীর হোসেন জুয়েল (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। রবিবার (৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের গাইন বাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত আজমীর পরশুরাম উপজেলার উত্তর গুথমা গ্রামের হারু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজমীর হোসেন সিএনজিচালিত অটোরিকশায় করে পরশুরাম থেকে ফেনীর দিকে যাচ্ছিলেন। গাইন বাড়ি মোড়ে পৌঁছালে অটোরিকশাটির সামনের চাকা খুলে যায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আজমীরের মৃত্যু হয়।
আরো পড়ুন:
দাঁড়িয়ে থাকা রিকশায় ট্রাকের ধাক্কা, ইন্টার্ন চিকিৎসক নিহত
একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশাহারা পরিবার
এ ঘটনায় আহত হন আরো একজন যাত্রী। স্থানীয়রা তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার নাম জানা যায়নি।
ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তি চিকিৎসাধীন। দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে।”
ঢাকা/সাহাব/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত আহত পরশ র ম আজম র
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে