বহুবছর আগে বিজ্ঞানীরা সিসমোমিটার ব্যবহার করে পৃথিবীর স্পন্দনের খোঁজ পান। মাইক্রোসিজম নামে পরিচিত এ ঘটনা প্রথম ১৯৬০ দশকে লক্ষ্য করা যায়। এই স্পন্দনের উৎপত্তিস্থল পশ্চিম আফ্রিকার উপকূলের কাছে গিনি উপসাগরে।

আমাদের পায়ের নিচে কোথাও কোথাও এই স্পন্দন হচ্ছে। পৃথিবী প্রতি ২৬ সেকেন্ডে শান্তভাবে ও ছন্দোবদ্ধভাবে স্পন্দিত হচ্ছে বলে মনে করেন বিজ্ঞানীরা। এই মৃদু কম্পন মানুষের পক্ষে অনুভব করা অসম্ভব। বিভিন্ন মহাদেশজুড়ে রাখা সিসমোমিটার এই রহস্যময় ‘হৃৎস্পন্দনের’ অস্তিত্ব টের পায়। এই স্পন্দন কেন হচ্ছে তার কোনো নিশ্চিত ব্যাখ্যা এখনো জানা যায়নি।

১৯৬০ দশকের গোড়ার দিকে ভূপদার্থবিদ জ্যাক অলিভার প্রথম পর্যবেক্ষণ করেন এই স্পন্দন। এর নাম দেওয়া হয় মাইক্রোসিজম। এ ঘটনা নিরক্ষীয় আটলান্টিক মহাসাগরের কোথাও কোথাও শনাক্ত করা হয়। বিভিন্ন সময় ভেদে এই স্পন্দনকে আরও শক্তিশালী হতে দেখা যায়। প্রথম দিকে অলিভারের পর্যবেক্ষণকে তাত্ত্বিকভাবে বর্ণনা করা হতো। ২০০৫ সালে কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ডিজিটাল সিসমিক ডেটা ব্যবহার করে একই ধরনের সংকেতের দেখা পান। তখন থেকেই স্পন্দনের রহস্য আবারও বৈজ্ঞানিক গল্প-আড্ডায় চলে আসে। এই কম্পনের শনাক্তকারী দলের প্রধান ভূকম্পনবিদ মাইক রিটজওলার বলেন, আমরা অদ্ভুত রকমের ধারাবাহিক ও স্থায়ী কিছুর দেখা পাই। পশ্চিম আফ্রিকার উপকূলে গিনি উপসাগরে এই স্পন্দন শনাক্ত হয়।

তত্ত্ব অনুসারে এই স্পন্দন ভূপৃষ্ঠের অভ্যন্তরের মহাদেশীয় তাক বা কন্টিনেন্টাল শেলফের ওপর শক্তিশালী সমুদ্রের তরঙ্গের আঘাতের ফলাফল বলা হয়। ২০১৩ সালে চীনা বিজ্ঞানীরা নতুন এক তত্ত্বের প্রস্তাব দেন। বনির উপকূলে সাও টোম দ্বীপের কাছে এক আগ্নেয়গিরির কার্যকলাপের ওপর নজর রাখার সময় এই স্পন্দনের উৎপত্তির কেন্দ্রের খোঁজ মেলে বলে দাবি করা হয়।

কয়েক দশক ধরে গবেষণা ও বিভিন্ন কোণ থেকে ঘটনাটি পরীক্ষা করা হচ্ছে। বিজ্ঞানী রিটজওলার বলেন, ‘আমরা এখনো মৌলিক ব্যাখ্যার জন্য অপেক্ষা করছি। একে অনেকেই কৌতূহল–জাগানো ধাঁধা বলে অভিহিত করেছেন। সমুদ্রের ঢেউ আর আগ্নেয়গিরির পাথরের নিচে লুকিয়ে থাকা এই রহস্যের সমাধানের জন্য ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন বিজ্ঞানীরা।

সূত্র: এনডিটিভি

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় নড়াইলের লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলমের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩০ জুলাই) লোহাগড়া আমলী আদালতের বিচারক রত্না সাহা এই আদেশ দেন। নড়াইল আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ), যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

আরো পড়ুন:

সমন্বয়ক পরিচয়ে তদবির-হুমকি: যুবককে ২ মাসের কারাদণ্ড

চট্টগ্রাম কারাগার পরিদর্শন: ছবি তোলা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা

এ সময় ছাত্র-জনতাকে ছত্রভঙ্গ করতে তারা গুলি ছুঁড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। ১৩ শিক্ষার্থীকে রামদা, বাঁশের লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়।

এ ঘটনায় ওই বছরের ৯ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজি ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে ২৯৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো সাড়ে ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৯ নম্বর আসামি করা হয় আশরাফুল আলমকে।

ঢাকা/শরিফুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ