লোকজন সতর্ক করলেও রেললাইন থেকে সরেননি, ট্রেনে কাটা পড়ে মৃত্যু
Published: 9th, June 2025 GMT
জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার সোনামুখী ইউনিয়নের হলহলিয়া রেলসেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও রেলস্টেশন সূত্রে জানা গেছে, আজ ভোরে ওই এলাকায় অপরিচিত এক ব্যক্তি রেললাইনের ওপরে বসে ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন আসে। এ সময় স্থানীয় লোকজন অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে রেললাইন থেকে সরে যেতে চিৎকার করে ডাকাডাকি করেন। তবে তিনি রেললাইনের ওপর বসে ছিলেন এবং ট্রেনে কাটা পড়ে মারা যান। নিহত ব্যক্তির পরনে লাল গেঞ্জি ও লুঙ্গি ছিল।
স্থানীয় বাসিন্দা আবদুর রশিদ বলেন, ‘ওই ব্যক্তি ভোরে রেললাইনের ওপর বসে ছিলেন। আমরা ট্রেন আসতে দেখে চিৎকার করে তাঁকে রেললাইনের ওপর থেকে সরে যেতে বলি। কিন্তু ওই ব্যক্তি রেললাইনেই স্থির হয়ে ছিলেন। এ সময় দ্রুতগতিতে ট্রেনটি এসে তাঁকে ধাক্কা দিলে শরীর দ্বিখণ্ডিত হয়। তাঁকে এলাকার দেখে মনে হয়নি।’
আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, পঞ্চগড় এক্সপ্রেস আজ ভোর ৫টা ২৮ মিনিটে আক্কেলপুর স্টেশন অতিক্রম করে। ওই ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
আজ দুপুর ১২টার দিকে সান্তাহার রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘হলহলিয়া রেলসেতুর পশ্চিম পাশে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়েছেন। আমরা লাশটি উদ্ধার করতে ঘটনাস্থলে এসেছি। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত