যথাসময়ে নির্বাচনের রোডম্যাপ দিবে ইসি: আসিফ মাহমুদ
Published: 9th, June 2025 GMT
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘‘আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের যে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে, তা মাথায় রেখে নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচনী রোড ম্যাপ দেবে।’’
সোমবার (৯ জুন) কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর বাজারে সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘‘রাজনৈতিক দলগুলোর আগে একটি ভাবনার বিষয় ছিল যে- স্থানীয় সরকার নির্বাচন আগে দিলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে। কিন্তু, প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করায় এখন আর সেই সুযোগ নেই।’’
স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় মানুষের দৈনন্দিন সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমরা অনেক জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি। কিন্তু, স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় মানুষের দৈনন্দিন সেবা বিঘ্নিত হচ্ছে।
‘‘এদিকটা চিন্তা করে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আমরা কমিশনকে বলতে পারি। সরকার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আগে থেকেই ইতিবাচক ছিল।’’- যোগ করেন এই উপদেষ্টা।
গণমাধ্যমে গুজব ছড়ানো বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ার গুজব যখন মূলধারার গণমাধ্যমে উঠে আসে, সেটা দুঃখজনক। অনেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করে থাকেন।’’
ঢাকা/রুবেল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত