জনপরিসরে আপত্তিকর বক্তব্য, এনসিপি নেতাকে শোকজ
Published: 11th, June 2025 GMT
জনসমক্ষে আপত্তিকর ও অসাংগঠনিক বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য জোবাইরুল আলম মানিককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। মঙ্গলবার রাত ১০টা ৫২ মিনিটে এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে এ–সংক্রান্ত একটি চিঠি প্রকাশ করা হয়।
এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ‘সোমবার চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আপনার একটি আপত্তিকর ও অসাংগঠনিক বক্তব্য কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নজরে এসেছে। আপনার এমন বক্তব্য জনপরিসরে এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং পার্টিকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে।’
গত সোমবার আনোয়ারার একটি কমিউনিটি সেন্টারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে এনসিপি। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য জোবাইরুল আলম। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘আমরা বলব, ১৬ বছরের একজন মাফিয়াকে হটাতে পারছে। আমাদের বুঝ দিয়ে আবার যদি কেউ মাফিয়া হয়ে উঠতে চায়; আমরা তাদের বলব, এখন বাংলাদেশ যদি বড় মাফিয়া থাকে, আমরাই হচ্ছি বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া নেই।’
কারণ দর্শানোর নোটিশে আগামী তিন দিনের মধ্যে তাঁকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল-আমিনের কাছে লিখিত আকারে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জোবাইরুল আলম প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রের একটি চিঠি আমি পেয়েছি। কেন্দ্র যা যা ব্যাখ্যা চেয়েছে, সেটি আমার দিক থেকে আমি দেব।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এনস প
এছাড়াও পড়ুন:
লিবিয়া থেকে দেশে ফিরল ১৫৮ বাংলাদেশি
অবৈধ পথে গিয়ে লিবিয়ায় আটকেপড়া ১৫৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
মঙ্গলবার ভোর ৫টা ৪৮ মিনিটে বুরাক এয়ারের (ইউজেড ২২২) বিশেষ ফ্লাইটে লিবিয়ার রাজধানী ত্রিপোলির তাজোরা ডিটেনশন সেন্টার থেকে তারা ঢাকা পৌঁছান।
এর আগে, লিবিয়ার স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ১০ মিনিটে ত্রিপোলির মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুরাক এয়ারের বিশেষ ফ্লাইটে (নম্বর: UZ222) ঢাকার উদ্দেশে রওয়ানা হন তারা।