অনেকেই জানেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মারা নিষিদ্ধ এই ক্যাম্পেইনে অভিনেতা হুমায়ূন ফরীদির বিশেষ অবদান ছিলো। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘ভোরবেলা ঘুমিয়ে আছি। সম্ভবত ইট ওয়াজ হলিডে। হঠাৎ দুইটা গুলির শব্দ। আমি রুস্তুমকে বললাম কি হইছেরে? বললো যে, পাখি শিকার করতেছে। আমি বললাম যে, ওকে বেঁধে নিয়ে আয়। ওই বোকা করছে কি বেঁধেই নিয়ে আসছে। দেখি যে দুই ভদ্রলোক। আমি দেখেই বললাম, স্যারি ভাই। ওই দুই লোকতো ভয় পেযে গেছে। বললাম যে, ব্রেকফাস্ট করেছেন, বললো যে না আমরা ব্রেকফাস্ট করবো না।’’

এরপর হুমায়ূন ফরীদি তাদের আপ্যায়ন করার সিদ্ধান্ত নেন। তিনি সকালের নাস্তা আনানোর ব্যবস্থা করেন।

হুমায়ূন ফরীদি বলেন, ‘‘এরপর ক্যান্টিন থেকে ব্রেকফাস্ট আনলাম। খাওয়ালাম। তারা ঠিকমতো খেতেও পারলো না। এতো ভয় পেয়ে গিয়েছিলো। আমি তাদেরকে বললাম যে, পাখি হত্যা করাতো ঠিক না। তারা আমাদের অতিথি। এবং পরিবেশের জন্য দরকার। এগুলো আর করবেন না ভাই। তারপর থেকে জাহাঙ্গীরনগরে পাখি শিকার বন্ধ।’’ 

আরো পড়ুন:

আজ হুমায়ুন ফরীদির জন্মদিন

বন্ধু কী খবর বল?

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হ ম য় ন ফর দ হ ম য় ন ফর দ বলল ম

এছাড়াও পড়ুন:

হেনরির ৬ উইকেটের পর দুই ওপেনারে নিউজিল্যান্ডের দিন

ব্রায়ান বেনেটকে দিয়ে শুরু, ব্লেসিং মুজারাবানিকে দিয়ে শেষ—আজ বুলাওয়ের কুইনস স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের প্রথম ইনিংসের প্রায় পুরোটাই ধসিয়ে দিয়েছেন একা ম্যাট হেনরি। দুই টেস্ট সিরিজের প্রথমটির প্রথম দিনে নিউজিল্যান্ডের এই পেসার নিয়েছেন ৩৯ রানে ৬ উইকেট।

হেনরির তোপে পড়ে জিম্বাবুয়ের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ১৪৯ রানে। দিনের বাকি অংশে নিউজিল্যান্ড ২৬ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়েই ৯২ রান তুলে ফেলেছে। ডেভন কনওয়ে ৫১ ও উইল ইয়ং ৪১ রানে অপরাজিত।

টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে প্রথম আধা ঘণ্টার মধ্যেই হেনরির বলে দুই ওপেনারকে হারায়। প্রথমে বেনেট, এরপর বেন কারেন। দুজনই হেনরির বলে ক্যাচ দেন তৃতীয় স্লিপে থাকা ইয়ংকে। নাথান স্মিথ এসে শন উইলিয়ামসকে বোল্ড করে দিলে জিম্বাবুয়ের বিপদ আরও বাড়ে।

এরপর চতুর্থ উইকেটে ক্রেইগ আরভিনকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তিনে নামা নিক ওয়েলচ। তবে লাঞ্চ বিরতির আগে বোলিংয়ে ফিরে ওয়েলচকেও স্লিপে ক্যাচ বানান হেনরি। ওয়েলচ ৬৮ বল খেলে আউট হন ২৭ রানে। পরে দ্বিতীয় সেশনের শুরুতে হেনরির বলে উইকেটকিপার টম ব্লান্ডেলের হাতে ক্যাচ দেন সিকান্দার রাজা।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক ক্রেইগ আরভিন

সম্পর্কিত নিবন্ধ

  • সিরাজ–কৃষ্ণাতে ম্যাচে ফিরল ভারত
  • বাংলাদেশে নতুন প্রজাতির ব্যাঙ
  • ওয়েস্ট ইন্ডিজকে আবারও হতাশায় ডুবিয়ে এগিয়ে গেল পাকিস্তান
  • জুলাই অভ্যুত্থানের সময় ভিপিএনও বন্ধ করে দেওয়া হয়েছিল
  • ‘বিচার প্রক্রিয়া ও সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে’
  • জুলাই ডকুমেন্টরিতে ‘ফুটেজ’ না থাকায় জাবি ছাত্রদল নেতার হট্টগোল
  • রূপ নয়, সাহস দিয়ে জয় করা এক নায়িকা
  • টানা দুই জয়ের পর এবার হার বাংলাদেশের যুবাদের
  • ভারতের অর্থনীতি মৃত, ট্রাম্প ঠিকই বলেছেন: রাহুল
  • হেনরির ৬ উইকেটের পর দুই ওপেনারে নিউজিল্যান্ডের দিন