অতিথি পাখি শিকার বন্ধে যে কাণ্ড ঘটিয়েছিলেন হুমায়ুন ফরীদি
Published: 11th, June 2025 GMT
অনেকেই জানেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মারা নিষিদ্ধ এই ক্যাম্পেইনে অভিনেতা হুমায়ূন ফরীদির বিশেষ অবদান ছিলো। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘ভোরবেলা ঘুমিয়ে আছি। সম্ভবত ইট ওয়াজ হলিডে। হঠাৎ দুইটা গুলির শব্দ। আমি রুস্তুমকে বললাম কি হইছেরে? বললো যে, পাখি শিকার করতেছে। আমি বললাম যে, ওকে বেঁধে নিয়ে আয়। ওই বোকা করছে কি বেঁধেই নিয়ে আসছে। দেখি যে দুই ভদ্রলোক। আমি দেখেই বললাম, স্যারি ভাই। ওই দুই লোকতো ভয় পেযে গেছে। বললাম যে, ব্রেকফাস্ট করেছেন, বললো যে না আমরা ব্রেকফাস্ট করবো না।’’  
এরপর হুমায়ূন ফরীদি তাদের আপ্যায়ন করার সিদ্ধান্ত নেন। তিনি সকালের নাস্তা আনানোর ব্যবস্থা করেন।
হুমায়ূন ফরীদি বলেন, ‘‘এরপর ক্যান্টিন থেকে ব্রেকফাস্ট আনলাম। খাওয়ালাম। তারা ঠিকমতো খেতেও পারলো না। এতো ভয় পেয়ে গিয়েছিলো। আমি তাদেরকে বললাম যে, পাখি হত্যা করাতো ঠিক না। তারা আমাদের অতিথি। এবং পরিবেশের জন্য দরকার। এগুলো আর করবেন না ভাই। তারপর থেকে জাহাঙ্গীরনগরে পাখি শিকার বন্ধ।’’
আরো পড়ুন:
আজ হুমায়ুন ফরীদির জন্মদিন
বন্ধু কী খবর বল?
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হ ম য় ন ফর দ হ ম য় ন ফর দ বলল ম
এছাড়াও পড়ুন:
শাহরুখকে ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, এরপর...
বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের জীবনের গল্পটাই যেন এক সিনেমা। দিল্লির এক তরুণ থেকে মুম্বাইয়ের মান্নাত বাড়ির মালিক হয়ে ওঠা, কোটি ভক্তের ভালোবাসায় স্নাত এক তারকা—এই যাত্রা সহজ ছিল না। কিন্তু এই সাফল্যের শুরুটা ছিল বেশ রোমাঞ্চকর ও খানিকটা অবিশ্বাস্য। আজ শনিবার অভিনেতার ৬০তম জন্মদিন। এ উপলক্ষে জেনে নেওয়া যাক অভিনেতার ক্যারিয়ারের শুরুর দিকের এক ঘটনা, যা এত দিন আড়ালেই ছিল।
 শাহরুখ খানের ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক বিবেক বাসওয়ানি সম্প্রতি রেডিও নাশার এক সাক্ষাৎকারে সেই শুরুর দিনের এক ঘটনা শেয়ার করেছেন, যেদিন ‘কিং খান’ প্রথমবারের মতো সাক্ষাৎ করেছিলেন অভিনেত্রী ও পরিচালক হেমা মালিনীর সঙ্গে।
‘হেমা মালিনী ফোন করেছেন!’
বিবেক বলেন, ‘সেদিন আমি বুঝলাম, আমি সত্যি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়েছি। হঠাৎ একদিন আমাদের বাড়িতে ফোন আসে। আমার বাবা ফোন ধরেন, ওপাশ থেকে কেউ বলছেন, “আমি হেমা মালিনী বলছি।” বাবা তখন অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, “হেমা মালিনী মানে সেই সুপারস্টার?” তারপর তিনি আমাকে ঘুম থেকে টেনে তুলে বললেন, “হেমা মালিনী ফোন করেছে!”’