ঢাকা ছাড়ার আগে হামজা বললেন, এ তো সবে শুরু
Published: 11th, June 2025 GMT
দর্শক হতাশ হয়েছেন, হতাশ হয়েছেন খেলোয়াড়েরাও। তবে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের কাছে এক হারে সব শেষ হয়ে যায়নি, এমনটাই মনে করছেন হামজা চৌধুরী, ‘আমরা যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়নি। কিন্তু দল হিসেবে এবং জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি। আমাদের ইতিবাচক থাকতে হবে কারণ আমরা সবে শুরু করছি। ইনশা আল্লাহ আমরা যেখানে যেতে চাই খুব শিগগিরই সেখানে পৌঁছে যাব।
গতকাল রাতে জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলে আজ ভোরেই ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন হামজা। তাঁর সঙ্গে একই ফ্লাইটে চড়েছেন শমিত সোমও। যদিও গতকালই অভিষেক হওয়া সোমের চূড়ান্ত গন্তব্য কানাডা।
ইংল্যান্ডের বিমান ধরার আগে রাতে নিজের ফেসবুক পেজে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলের হারের ম্যাচের কয়েকটি ছবি পোস্ট করেছেন হামজা। লেস্টার সিটি তারকা দর্শকদের ধন্যবাদ জানিয়ে আবার দেখা হওয়ার আশাবাদও শুনিয়েছেন, ‘আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। অক্টোবরে দেখা হবে।’
গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হওয়া হামজা এবারের সফরে বাংলাদেশ দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। সিঙ্গাপুর ম্যাচের আগে ৪ জুন ভুটানের বিপক্ষে মাঠে নেমে একটি গোলও করেছিলেন। গতকাল সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দলের একমাত্র গোলের উৎসও তিনিই।
এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশের তৃতীয় ম্যাচ আগামী অক্টোবরে। সবকিছু ঠিকঠাক থাকলে ৯ অক্টোবর হংকংকে ঢাকায় আতিথেয়তা দেবে হাভিয়ের কাবরেরার দল। এরপর ১৪ অক্টোবর হংকংয়ের মাটিতে ম্যাচ খেলবে বাংলাদেশ।
এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপে বাংলাদেশের অবস্থান ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিনে। সমান ম্যাচে ৪ পয়েন্ট করে নিয়ে শীর্ষ দুটি স্থানে সিঙ্গাপুর ও হংকং। চার দলের গ্রুপে সবার শেষে ভারত, যদিও পয়েন্ট বাংলাদেশের সমান ১-ই।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।