একের পর এক গান জনপ্রিয়তা পাওয়ায় মঞ্চেও ব্যস্ততা বেড়েছে কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক প্রীতম হাসানের। যার সুবাদে ডাক পেয়েছেন উত্তর অমেরিকা সফরের। তবে বিগত বছরগুলোর তুলনায় এবারের বিদেশ সফর প্রীতমের জন্য একেবারেই আলাদা। কারণ, এবারের সফরে এক নাগাড়ে ২৫টি কনসার্টে অংশ নিতে যাচ্ছেন তিনি; যা নিয়ে উচ্ছ্বসিত প্রীতম নিজেও। তাঁর কথায়, সংগীত ক্যারিয়ারে এই প্রথম আমেরিকা ও কানাডায় দীর্ঘ তিন মাসের কনসার্ট ট্যুর করছেন তিনি।
এক নাগাড়ে ২৫টি স্টেজ শো করে যাওয়ার বিষয়টি রোমাঞ্চকর। তাই চেষ্টা থাকবে প্রতিটি শোতে নিজের সেরা গায়কী তুলে ধরার মধ্য দিয়ে দর্শক-শ্রোতার প্রত্যাশা পূরণের। প্রীতম আরও জানিয়েছেন উত্তর আমেরিকার সফরে তাঁর বড় ভাই কণ্ঠশিল্পী প্রতীক হাসানও বেশ কয়েকটি শোতে তাঁর সঙ্গে পারফর্ম করবেন। সব মিলিয়ে এই সফর স্মরণীয় হয়ে থাকবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
গত ৩১ মে যুক্তরাষ্ট্রের ডালাসে পারফর্ম করার মধ্য দিয়ে শুরু হয়েছে প্রীতমের উত্তর আমেরিকা কনসার্ট পর্ব। দ্বিতীয় কনসার্টটি অনুষ্ঠিত হবে ১৫ জুন নিউইয়র্কের লাগর্ডিয়া কলেজ পারফর্মিং আর্ট সেন্টারে। ‘প্রীতম হাসান লাইভ ইন নিউইয়র্ক পাওয়ার্ড বাই রিভার’ শিরোনামে এই কনসার্ট আয়োজন করছে দেশি মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট এবং প্রিয়জন ফিল্মস্ ও টোস্টার প্রোডাকশন। আগামী ৩১ আগস্ট বাফেলোতে শো করার মধ্য দিয়ে উত্তর আমেরিকা সফরের ইতি টানবেন প্রীতম। মাঝের সময়টায় তিনি পারফর্ম করবেন নিউ জার্সি, লস অ্যাঞ্জেলেস, অস্টিন, হিউস্টন, মায়ামি, বস্টন, ওয়াশিংটন ডিসি, মিশিগান, আটলান্টা, সিয়াটল, সান হোসে, পোর্টল্যান্ড, টরন্টো, মনট্রিয়াল, ক্যালগেরিসহ বাঙালি অধ্যুষিত বিভিন্ন শহরে।
এদিকে প্রীতম হাসান যখন উত্তর আমেরিকা সফর নিয়ে ব্যস্ত ঠিক সেই সময় দেশ নানা প্রান্তে শ্রোতা মনে অনুরণন তুলে যাচ্ছে তাঁর গাওয়া ‘তাণ্ডব’ সিনেমার ‘লিচুর বাগানে’ গানটি। এ ছাড়াও অনেক দিন ধরে শ্রোতার মুখে মুখে ফিরছে তাঁর গাওয়া ‘লাগে উড়াধুরা’, ‘চাঁদ মামা’, ‘দেওরা’, ‘মা লো মা’, ‘লোকাল বাস’, ‘বেয়াইনসাব’, গার্লফেন্ড্রের বিয়ে’সহ আরও বেশ কিছু জনপ্রিয় গান।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প র তম হ স ন কনস র ট প রফর ম প র তম
এছাড়াও পড়ুন:
নিউইয়র্কের ম্যানহাটানে বন্দুকধারীর গুলিতে পুলিশসহ নিহত ৫
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানের মধ্যাঞ্চলে এক বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা এবং সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। আরও বলা হয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী ‘আত্মঘাতী’ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানান, একজন পুলিশ কর্মকর্তাকে ‘আঘাত’ করা হয়েছে। ওই পুলিশ কর্মকর্তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মেয়র।
যদিও নিউইয়র্ক পুলিশের মুখপাত্র পরবর্তী সময় বলেন, তিনি একজন পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত কিংবা অস্বীকার—কোনোটাই করতে পারছেন না।
পুলিশ জানায়, ঘটনাস্থল ৩৪৫ পার্ক এভিনিউ এবং ইস্ট ফিফটি ওয়ান স্ট্রিটের চারপাশ এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আর একমাত্র সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন। যদিও তাঁর নাম-পরিচয় এখনো জানানো হয়নি।
এক্সে পোস্ট দিয়ে পুলিশ কমিশনার জেসিকা টিসচ লিখেন, এ মুহূর্তে ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং একমাত্র সন্দেহভাজন বন্দুকধারীকে নিষ্ক্রিয় করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী একজন নারী নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, একটি অফিস ভবনে এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘আমি তখন পাশেই ছিলাম। তিনি (বন্দুকধারী) একের পর এক ফ্লোরে ঘুরছিলেন।’
প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানান, ঘটনাটি বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট কোম্পানির একটি কার্যালয়ে ঘটেছে।
ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স জড়ো করা হয়েছে। আকাশে হেলিকপ্টার উড়তে দেখা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে সাংবাদিক ও উৎসুক জনতাকে দূরে সরিয়ে দিয়েছে।
ম্যানহাটানের ওই এলাকায় বেশকিছু পাঁচ তারকা হোটেল এবং করপোরেট প্রতিষ্ঠানের সদর দপ্তর রয়েছে।