‘ইন্দুবালা ভাতের হোটেল’, ‘হাবজি গাবজি’, ‘ধর্মযুদ্ধ’ এবং ‘পরিণীতা’র মতো গল্প নির্ভর সিনেমাতে অভিনয় করে চলেছেন শুভশ্রী গাঙ্গুলী। এরই মধ্যে নিজের অভিনয় প্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন শুভশ্রী গাঙ্গুলী। তবে একদিনে এই অর্জন আসেনি। শুভশ্রীর মধ্যে যে অভিনয়গুণ প্রচণ্ডমাত্রায় আছে- তা প্রথম বুঝতে পেরেছিলেন রাজ চক্রবর্তী। আর তিনিই নাকি শুভশ্রীর মধ্যে অভিনয়ের পোকা ছেড়ে দিয়েছেন!

শুভশ্রী ভারতীয় গণমাধ্যমকে দেওয়ার এক ভিডিও সাক্ষাৎকারে বলেন, ‘‘এটা যে আমার মধ্যে ছিলো সেটা ডিসকভার করেছে রাজ। ‘অভিমান’ এর সময় আমার মনে আছে একটা গানের শুটিং করছিলাম আমরা। প্রত্যেকটা বিটে তুই এতো সুন্দর এক্সপ্রেশন দিচ্ছিস, তো তুই অভিনয়টাতে মন দিস না কেন? তুই তো টেকিনিক্যালিও খুব স্ট্রং। তুই কন্টিনিউটি মনে রাখতে পারিস। তখন আমি বললাম, এইটুকুর জন্য আর কি রোল করবো। রোলটা তো ছোট। তখন রাজ বললো, তুই বড় রোল করবি। আমি বললাম, হ্যাঁ।’

শুভশ্রী আরও বলেন, ‘‘ অভিনয় শেখার জন্য কোনোদিন ক্লাস নেইনি। রাজ আমার মধ্যে প্রথম অভিনয়ের পোকাটা ছেড়ে দেয়।’’

আরো পড়ুন:

প্রতারণার শিকার গরু বিক্রেতাকে ওমরাহ করাবেন অপু বিশ্বাস

ঈদের ষষ্ঠ দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম

উল্লেখ্য, ২০১৮ সালের ১১ মে বিয়ে করেন রাজ-শুভশ্রী। 

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ