আড়াইহাজারে ছাত্র জমিয়ত বাংলাদেশের কর্মী সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০ টায় থানা প্রেসক্লাবে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র জমিয়ত এর সভাপতি মুহাম্মদ উসামা বিন হানিফ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়ত এর সভাপতি আলহাজ্ব মাওলানা মাসরুর আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র জমিয়তের আহবায়ক মুহাম্মাদ আবুল হাসানাত মেহরাব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি মাওলানা আবু হানিফ,  সাধারণ সম্পাদক মাওলানা খন্দকার গিয়াসুদ্দিন, সাবেক সভাপতি মাওলানা মাজহারুল ইসলাম, থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা ইসমাইল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা ছাত্র জমিয়তের সদস্য সচিব মুহাম্মদ শরিফ সিয়াম।

সম্মেলনে বক্তারা তাদের বক্তব্যে বলেন, সকল ক্যাম্পাস গুলোতে রাজনীতির নামে যেই অপরাজনীতি গুলো চলমান রয়েছে সেগুলো থেকে এবং সন্ত্রাসমূলক সকল কর্মকাণ্ড থেকে ক্যাম্পাসগুলোকে মুক্ত রাখতে হবে, যদি ক্যাম্পাসগুলোতে এই অপরাজনীতি গুলো কেউ চলমান রাখার চেষ্টা করে তাহলে যেকোনো মূল্য তাদেরকে প্রতিহত করবে ছাত্র জমিয়ত আড়াইহাজার উপজেলা।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ উপস থ ত ছ ল ন উপজ ল

এছাড়াও পড়ুন:

আমদানি বৃদ্ধি ইতিবাচক, ধারাবাহিকতা থাকতে হবে

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে মূলধনি যন্ত্রপাতি ও ভোগ্যপণ্যের ঋণপত্র খোলার হারে যে প্রবৃদ্ধি হয়েছে, সেটিকে আমি ইতিবাচক হিসেবেই দেখছি। তবে তিন মাসের চিত্র দিয়ে সামগ্রিক অবস্থা এখনো মূল্যায়ন করার সময় হয়নি।

মূলধনি যন্ত্রপাতি আমদানিতে হঠাৎ প্রায় ২৩ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। এটা সুখবর হলেও কোনো বড় প্রকল্পের মালামাল আমদানিতে এত বেশি প্রবৃদ্ধি হয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। যদি সত্যিকারের নতুন নতুন কারখানার যন্ত্রপাতি আমদানির মাধ্যমে এ প্রবৃদ্ধি ঘটে, তাহলে তা অর্থনীতির জন্য ইতিবাচক।

মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধারাবাহিকতা থাকলেই বলা যাবে, দেশে বিনিয়োগ হচ্ছে। বিনিয়োগ হলে সামনে কর্মসংস্থানও বাড়বে। আর তাতে অর্থনীতিতেও গতি সঞ্চার হবে।

মূলধনি যন্ত্রপাতির মতো ভোগ্যপণ্যের ঋণপত্র খোলার হারও বাড়ছে। বাংলাদেশ ব্যাংক তিন মাসের যে তুলনা করে দেখিয়েছে, তাতে ঋণপত্র খোলার হার ২০ শতাংশ বেড়েছে।

সব মিলিয়ে মূলধনি যন্ত্রপাতি আমদানিতে যে প্রবৃদ্ধি হয়েছে, তা আগামী কয়েক মাস অব্যাহত থাকলে অর্থনীতিতে কর্মচাঞ্চল্য বাড়বে।

মোহাম্মদ মোস্তফা হায়দার, পরিচালক, টি কে গ্রুপ

সম্পর্কিত নিবন্ধ