পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমা নিয়ে চলছে তুমুল আলোচনা। ঈদের ছয় সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ কেমন, সেটা বোঝা যায় ইন্টারনেট মুভি ডেটাবেজের (আইএমডিবি) রেটিং, দর্শকদের ভোট, কতজন সিনেমাটিকে ‘ওয়াচিং লিস্ট’-এ রাখছেন, এসব দেখে। তবে এবারের ঈদের কোনো সিনেমাকেই দর্শকেরা ‘ওয়াচিং লিস্টে’ রাখেননি। আইএমডিবি রেটিংয়ে ঈদের কোন সিনেমা এগিয়ে ও পিছিয়ে, তা দেখে নিতে পারেন।

ঈদের সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। সিনেমাটি এখনো হাউসফুল চলছে। মুক্তির দ্বিতীয় দিন থেকেই এর শো বেড়েছে। সিনেমাটি নিয়ে দর্শক রিভিউও ভালো। প্রথমবার সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও সিয়াম আহমেদ। এটি আইএমডিবি রেটিংয়েও পিছিয়ে নেই। সিনেমাটির রেটিং ৮.

৪। ভোট দিয়েছেন ৩৯৩ জন। এর মধ্যে ৫০ শতাংশ দর্শকই সিনেমাটিকে ১০–এ ১০ দিয়েছেন। সিনেমায় জয়া আহসান সাবিলা নূরসহ অনেকে অভিনয় করেছেন।

‘ইনসাফ’ সিনেমার পোস্টার

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো পপুলার লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের পাঠানো হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ২ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ