Samakal:
2025-11-04@00:01:06 GMT

নর্ডিক তরঙ্গে

Published: 12th, June 2025 GMT

নর্ডিক তরঙ্গে

১ নভেম্বর ২০১৮। টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকা বিমানবন্দর থেকে ছাড়ল ভোর ৫টায়। বিমান থেকে অবতরণের সময় ওপর থেকে ও ইস্তাম্বুল বিমানবন্দরে বসা অবস্থায় স্বচ্ছ কাচে নাক লাগিয়ে দেখলাম বসফরাস প্রণালির জলে অজস্র জলযান। কিছু স্থির, কিছু চলমান। এই প্রণালিতে সন্ধ্যাকালে নৌভ্রমণের কাহিনি পড়েছি প্রিয় লেখক ওরহান পামুকের লেখায়। বিমানে, এমনকি ট্রানজিটে বসে পড়তে লাগলাম সেই বহুল আলোচিত বইটি ‘ইস্তাম্বুল: একটি শহরের স্মৃতিকথা’। 
তারপর সুইডেনগামী বিমানে আবার উড়াল শুরু। রোমাঞ্চকর সময় পার করেছি ওই ফ্লাইটে। জানালার পাশে সিট হওয়ায় বাইরে তাকিয়ে যে দৃশ্য দেখলাম, তা অতুলনীয়। অ্যারাবিয়ান নাইটসে এমন কিছু কৃত্রিম দৃশ্য সংযুক্ত থাকত। বিশাল বিশাল তুলার স্তূপ এদিকে-ওদিকে ছড়িয়ে-ছিটিয়ে সাজানো। স্বর্গীয় দৃশ্য অবলোকনের আনন্দে মন নেচে উঠল ময়ূরের মতো।
স্টকহোম বিমানবন্দর থেকে ট্রেনে চেপে বসলাম মূল শহরের উদ্দেশ্যে। পৌঁছার পর অপেক্ষায় থাকা আয়োজক কোম্পানির তিনজন–গানার, পিটার ও বেকহাম আমাদের স্বাগত জানিয়ে হোটেলে নিয়ে এলো। বিদায়ের সময় তারা জানিয়ে গেল, আগামীকাল দুপুরের পর আমাদের নিয়ে বের হবে নৌভ্রমণে; রাতে হবে নৈশপার্টি। পরদিন থেকে ট্রেনিং শুরু হবে। সেদিন সকালটা আমরা আমাদের মতো করে উদ্দেশ্যহীনভাবে ঘুরলাম। শিডিউল অনুযায়ী দুপুর ২টায় তাদের একজন হোটেল লবিতে চলে আসে। প্রথমে সে আমাদের নিয়ে যায় নিকটবর্তী বালটিক সাগরের একটি ঘাটে, সেখানে আগে থেকে চারজন ছিল, যারা ভ্রমণের জন্য একটি দোতলা বোট ঠিক করে রেখেছিল। ঘাটে অপেক্ষার সময় গানার বললো, সাত দিন বাদে আজ একটু সূর্য দেখলাম। 
বলা বাহুল্য, স্টকহোম শহরটি বালটিক সাগরের তীরঘেঁষে। বালটিক সাগরকে আটলান্টিক মহাসাগরের একটি শাখা বলা যায়। এটিকে তিন দিক থেকে ঘিরে রেখেছে নর্ডিক দেশ ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইডেনসহ বালটিক দেশ লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়া। তাছাড়া জার্মানি, পোল্যান্ড, রাশিয়াসহ মধ্য ইউরোপের বিস্তীর্ণ সমভূমি এই সাগরের সঙ্গে সংযুক্ত। মূলত সুইডেনের রাজধানী স্টকহোম শহরটির সঙ্গে বালটিক সাগরের অসংখ্য দ্বীপ যুক্ত হয়ে নির্মাণ করেছে এক বৃহৎ দ্বীপপুঞ্জ। 
বোটের মধ্যেই মধ্যাহ্নভোজের চমৎকার ব্যবস্থা ছিল। ডাইনিং টেবিলের চারপাশ ঘিরে বসে সুইডিশ ম্যানু খেতে বেশ লাগল। মসলাবিহীন আধা সেদ্ধ সবজির আইটেম অসাধারণ। সামুদ্রিক মাছ আর মাংস তো ছিলই। বোটের দেয়ালে টাঙানো সুইডিশ শিল্পীদের চিত্রকর্ম তাদের অপার রুচিশীলতার পরিচায়ক। আয়োজক প্রতিষ্ঠানের মূল কর্ণধার গানার। গানারের সঙ্গে বোটে অনেক বিষয়ে আলাপ হয়। সত্তরোর্ধ্ব গানার খুব বন্ধুবৎসল ও আমোদপ্রিয়। আমাদের বেশির ভাগ আলাপ ছিল ফরাসিতে। মাঝে মাঝে ইংরেজিতে। গানার দুর্দান্ত ফরাসি জানে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি ভাষা শেখাটা যেন আশীর্বাদ হয়ে এলো। এভাবে আমার সঙ্গে তার একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে।
বোটযাত্রা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জমে উঠল আড্ডা। কথা প্রসঙ্গে গানার জানায়, তাদের জীবনে ধর্মের কোনো স্থান নেই। গির্জায় মানুষ ‘রোববারে’ও যায় না। গানার আরও যোগ করে, একসময় রাজা আর পাদ্রিরা মিলে সমাজ শাসন করত। সবকিছুই ছিল গির্জা নিয়ন্ত্রিত। নির্দেশ অমান্য করলে রাজার সহযোগিতায় জনসাধারণকে কঠিন শাস্তি দেওয়া হতো। এক পর্যায়ে সাধারণ মানুষ বিদ্রোহ শুরু করে। নিধর্মী হলেও সুইডেনে তেমন কোনো অপরাধ নেই। অপরাধীর অভাবে কারাগারগুলো গির্জার মতোই প্রায় বন্ধ।
পিটারের কাছে পেলাম সম্পূর্ণ ভিন্ন তথ্য। যদিও বিবাহবহির্ভূত সম্পর্ক ও সন্তানের বিষয়টি আগেই জানা ছিল, সরাসরি একজন নেটিভের কাছে তার বাস্তবতা ও কারণ জানতে পেরে বেশ অবাক হলাম। আমরা তখন বোটের বাইরে দ্বিতীয় তলায় রেলিং ঘেঁষে দাঁড়িয়ে নিস্তব্ধ সন্ধ্যায় প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে আলাপে মত্ত ছিলাম। পিটারের তিন ছেলেমেয়ে। বিয়ে করেছ তোমরা? প্রশ্ন করতেই সে জানাল তাদের এখানে বেশির ভাগ মানুষ বিয়ে করে না। ঝামেলা এড়াতে তারা বিয়ের ব্যাপারে অনাগ্রহী।
পিটারের আবাস শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে। পিটারের মতো অফিসের জন্য শহরের বাইরে থেকে সবাই আসে বলে রাস্তাঘাটে জনমানুষের চাপও নেই। ফলে শহরের কেন্দ্রস্থলে কোনো ব্যক্তিগত যান চোখে পড়ে না। 
সুইডেনে শিশুদের সর্বত্রই অগ্রাধিকার। সন্তানের দেখাশোনার জন্য মা-বাবা সরকার থেকে ভাতা পান। শিশু অসুস্থ থাকলে মা-বাবা দু’জনই অসংখ্য দিন বেতনসহ ছুটি কাটাতে পারেন। তারা মনে করে শিশু রাষ্ট্রের সন্তান, পিতামাতা কেবল লালনপালনকারী। 
স্কুল-কলেজে ছেলেমেয়েদের সুইডিশ ভাষার পাশাপাশি ইংরেজিও শেখানো হয়। নিজেদের মধ্যে সুইডিশ ভাষায় কথা বললেও বিদেশিদের সঙ্গে সাবলীল ও শুদ্ধ উচ্চারণে ইংরেজিতে কথা বলে তারা। একইসঙ্গে প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষা চর্চায় রাখা বাধ্যতামূলক। 
সুইডেনের মতো স্ক্যান্ডিনেভিয়ান কল্যাণমূলক (ওয়েলফেয়ার) দেশগুলোতে কর্মঘণ্টা অনুযায়ী মানুষের আয়ের একটা সীমা দেওয়া থাকে। ইচ্ছে করলেও তারা অতিরিক্ত আয় করতে পারে না। ওই সীমিত আয় দিয়ে তাদের সারা মাসের খরচ সুন্দরভাবে চলে যায়। ব্যবসা করলে বণ্টিত মুনাফার ওপর করের হার অনেক বেশি। কেবল ব্যবসায় সম্প্রসারণের জন্য মুনাফা মালিকপক্ষের মধ্যে বণ্টন না করে পুনর্বিনিয়োগ করলে কর-সুবিধা পাওয়া যায়। 
কখনও গানারের সঙ্গে, কখনও পিটারের সঙ্গে আলাপ চলতে থাকে। তারা তথ্য দিয়ে আমার কৌতূহল নিবারণ করে। মাঝে মাঝে আড্ডায় যুক্ত হয় গানারের সহকর্মী ত্রিনিদাদের মেয়ে মেলিন্ডা। পিতৃভূমি ত্রিনিদাদ শুনে মেলিন্ডাকে যখন ভিএস নাইপলের কথা বললাম, সে চিনতে পারল। বুঝতে পারলাম, সে মোটামুটি সাহিত্যের খবর রাখে। তবে সিরিয়াস পাঠক নয়। উপমহাদেশের কোনো লেখকের নাম জানে কিনা জিজ্ঞেস করতে সে বলল, টেগোরের কিছু লেখার অনুবাদ পড়েছি ইংরেজিতে। এটিও জানি তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। পুরস্কারটি নিতে টেগোর স্টকহোমে এসেছিলেন।
সন্ধ্যার আধো আলো আধো অন্ধকারে দূরের ছোট দ্বীপগুলোকে রূপকথার দেশ মনে হয়। সেখানে ধনী ব্যক্তিরা চাইলেই গোটা দ্বীপ কিনে দ্বীপের একদম ওপরে ঘর নির্মাণ করে বসবাস করার সুযোগ পায়। বোট থেকে আলোকময় ঘরগুলোর দৃশ্য বড় মনোরম। মনে পড়ে প্রাচীন বাংলাসাহিত্যের চর্যাপদের পদ–টিলার ওপর ঘর/ নিত্য অতিথি আসে/ হাঁড়িতে ভাত নেই।
সন্ধ্যার অনেক পর বোট থেকে নামলাম। হাঁটা ছাড়া গত্যন্তর নেই। খেয়াল করলাম, প্রায় সবার হাতেই সিগারেট। নারী-পুরুষের বালাই নেই। আমাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় বারে। সন্ধ্যার পর এসব বারে যাওয়া ওদের নিত্যদিনের অভ্যাস। আবহাওয়াজনিত কারণে এই অভ্যাস গড়ে উঠেছে। তারপর গন্তব্য পার্শ্ববর্তী ইন্ডিয়ান রেস্টুরেন্ট। ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে আমরা পৌঁছে গেলাম সেখানে। v

 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আম দ র র জন য র সময় শহর র র একট

এছাড়াও পড়ুন:

মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার

রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।

গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।

সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।

ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’

সম্পর্কিত নিবন্ধ