ভুলে যাওয়ার মতো একটা মৌসুম কাটিয়েছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির হয়ে সদ্য শেষ হওয়া মৌসুমে কোনো কিছুই জেতা হয়নি তাঁর। টানা চার প্রিমিয়ার লিগ জেতার পর এবার গার্দিওলার সিটি লিগ মৌসুম শেষ করেছে তৃতীয় হয়ে। চ্যাম্পিয়ন লিভারপুলের চেয়ে সিটি পিছিয়ে ছিল ১৩ পয়েন্টের বিশাল ব্যবধানে।

প্রিমিয়ার লিগের মতো চ্যাম্পিয়নস লিগেও ভালো করতে পারেনি সিটি। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চ থেকে দলটি বিদায় নিয়েছে শেষ ষোলোর আগেই। শেষ পর্যন্ত সম্ভাবনা ছিল কেবল এফএ কাপ জেতার। কিন্তু সেখানেও ফাইনালে হেরেছে ক্রিস্টাল প্যালেসের কাছে।

এমন ভরাডুবির পরও অবশ্য গার্দিওলার ওপর থেকে আস্থা হারাচ্ছে না সিটি। স্প্যানিশ এই কোচের ওপর সিটির আস্থার বিষয়টি বোঝা যাবে একটি তথ্য থেকে। গত মৌসুমে সিটির কঠিন সময়টা ছিল অক্টোবের শেষ থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত। সে সময় ১৩ ম্যাচের ৯টিতেই হেরেছিল তারা। কিন্তু সে সময়েই অর্থাৎ নভেম্বরেই গার্দিওলার সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করে সিটি।

আরও পড়ুনগাজার শিশুদের জন্য কাঁদছেন ‘আতঙ্কিত’ গার্দিওলা১০ জুন ২০২৫

ধারণা করা হচ্ছিল, নতুন চুক্তি হয়তো নতুনভাবে উজ্জ্বীবিত করবে গার্দিওলাকে। কিন্তু তেমনটা হয়নি, মৌসুমে আর ঘুরে দাঁড়াতে পারেননি গার্দিওলা। তাঁর দাবি, এই ভরাডুবি যদি রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনার মতো ক্লাবের হয়ে হতো, তবে মাঝ মৌসুমেই ছাঁটাই হয়ে যেতেন তিনি। ক্লাবটা সিটি বলেই এ যাত্রায় বেঁচে গেলেন।

এমন হতাশার সময়ই কেটেছে গার্দিওলার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।

প্রশিক্ষণের বিষয়

১. বেসিক কম্পিউটার,

২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,

৩. ইন্টারনেট,

৪. গ্রাফিক ডিজাইন,

৫. ফ্রিল্যান্সিং,

৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।

আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা

১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,

২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,

৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,

৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,

৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে

১. ঢাকা,

২. চট্টগ্রাম,

৩. রাজশাহী,

৪. খুলনা,

৫. বরিশাল,

৬. সিলেট,

৭. দিনাজপুর,

৮. গোপালগঞ্জ।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র

১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,

২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,

৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,

৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,

৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।

নিবন্ধন ফি

মনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।

দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে

সম্পর্কিত নিবন্ধ