সিটির জায়গায় রিয়াল–বার্সা হলে ছাঁটাই হতেন গার্দিওলা
Published: 13th, June 2025 GMT
ভুলে যাওয়ার মতো একটা মৌসুম কাটিয়েছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির হয়ে সদ্য শেষ হওয়া মৌসুমে কোনো কিছুই জেতা হয়নি তাঁর। টানা চার প্রিমিয়ার লিগ জেতার পর এবার গার্দিওলার সিটি লিগ মৌসুম শেষ করেছে তৃতীয় হয়ে। চ্যাম্পিয়ন লিভারপুলের চেয়ে সিটি পিছিয়ে ছিল ১৩ পয়েন্টের বিশাল ব্যবধানে।
প্রিমিয়ার লিগের মতো চ্যাম্পিয়নস লিগেও ভালো করতে পারেনি সিটি। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চ থেকে দলটি বিদায় নিয়েছে শেষ ষোলোর আগেই। শেষ পর্যন্ত সম্ভাবনা ছিল কেবল এফএ কাপ জেতার। কিন্তু সেখানেও ফাইনালে হেরেছে ক্রিস্টাল প্যালেসের কাছে।
এমন ভরাডুবির পরও অবশ্য গার্দিওলার ওপর থেকে আস্থা হারাচ্ছে না সিটি। স্প্যানিশ এই কোচের ওপর সিটির আস্থার বিষয়টি বোঝা যাবে একটি তথ্য থেকে। গত মৌসুমে সিটির কঠিন সময়টা ছিল অক্টোবের শেষ থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত। সে সময় ১৩ ম্যাচের ৯টিতেই হেরেছিল তারা। কিন্তু সে সময়েই অর্থাৎ নভেম্বরেই গার্দিওলার সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করে সিটি।
আরও পড়ুনগাজার শিশুদের জন্য কাঁদছেন ‘আতঙ্কিত’ গার্দিওলা১০ জুন ২০২৫ধারণা করা হচ্ছিল, নতুন চুক্তি হয়তো নতুনভাবে উজ্জ্বীবিত করবে গার্দিওলাকে। কিন্তু তেমনটা হয়নি, মৌসুমে আর ঘুরে দাঁড়াতে পারেননি গার্দিওলা। তাঁর দাবি, এই ভরাডুবি যদি রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনার মতো ক্লাবের হয়ে হতো, তবে মাঝ মৌসুমেই ছাঁটাই হয়ে যেতেন তিনি। ক্লাবটা সিটি বলেই এ যাত্রায় বেঁচে গেলেন।
এমন হতাশার সময়ই কেটেছে গার্দিওলার.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।