দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাব্বির নাসির। ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘আমি যারে ভালোবাসি’। এই গানটি লিখেছেন ও সুর করেছেন জিসান খান শুভ, সংগীতায়োজনে আছেন বিবেক মজুমদার। গানটির রেকর্ডিং ও মিক্সিং করেছেন সালমান জাইম, আর গানটির ভিডিও নির্মাণ করেছেন অভিজ্ঞ নির্মাতা আজম বাবু এবং গ্রাফিক্স আর্টিস্ট রিপন নাগ। 

উল্লেখযোগ্য যে, গানটির ভিডিওতে ব্যবহৃত হয়েছে প্রায় তিন হাজার ছবি, যেগুলোর মধ্য থেকে সাব্বির নিজে বাছাই করে নিয়েছেন উপযুক্ত ফ্রেমগুলো। ধাপে ধাপে সম্পাদনার মাধ্যমে তৈরি হয়েছে এক অভিনব গ্রাফিক্যাল মিউজিক ভিডিও।

জিসান খান শুভ বলেন, "সুরটা অনেক আগেই করেছিলাম। গানের প্রতি আমার আবেগ অনেক গভীর। সাব্বির ভাইকে সুরটা শোনানোর পর উনি পছন্দ করলেন, তারপর ধীরে ধীরে গড়ে উঠেছে পুরো প্রজেক্টটা। আশা করছি শ্রোতাদের মনে জায়গা করে নেবে গানটি।” 

আরো পড়ুন:

প্রকাশ্যে ‘তাণ্ডব’ এর রোমান্টিক গান, শাকিব-সাবিলার রোমান্স জমে ক্ষীর

সাবরিনা কার্পেন্টারের সঙ্গে বিচ্ছেদ করে বিপদে ব্যারি কেওগান

নির্মাতা আজম বাবু জানান, ‘‘প্রায় দুই যুগ পর গানচিত্র নির্মাণ করেছি। এতটা সময় নিয়ে, এত ছবি থেকে বেছে নিয়ে এই ভিডিও তৈরি করা আমার জন্যও এক নতুন অভিজ্ঞতা। আমি বলতে পারি, এই রকম ভিডিও বাংলাদেশে সচরাচর দেখা যায় না।”

নিজের গান নিয়ে সাব্বির নাসির বলেন, ‘‘ দীর্ঘ দুই বছর পর নতুন গান প্রকাশ করলাম। শ্রোতাদের সাড়া পেয়ে আমি কৃতজ্ঞ। জিসান খান শুভ ও বিবেক মজুমদার মিলে গানটিকে প্রাণবন্ত করে তুলেছেন। ভিডিও বানাতে পারছিলাম না বাজেটের কারণে, কিন্তু আমার বড় ভাই আজম বাবু নিজেই ভিডিওটি নির্মাণের দায়িত্ব নেন। গানটি আমার হৃদয়ের কাছাকাছি, শ্রোতাদের বলবো—হৃদয় দিয়ে শুনবেন, ভালো লাগবে।”

সাব্বির আরও জানান, গানটির ভয়েস ও সাউন্ডের সমন্বয় নিখুঁতভাবে করেছেন সালমান জাইম ও বিবেক, যাদের কৃতিত্ব স্বীকার করতেই হবে। 'আমি যারে ভালোবাসি’ এখন ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা ও শোনা যাচ্ছে। ধীরে ধীরে গানটি ছড়িয়ে পড়ছে সাব্বির নাসিরপ্রেমী শ্রোতাদের হৃদয়ে।’’

ঢাকা/রাহাত/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র নত ন গ ন গ নট র কর ছ ন

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ