ভিডিও সম্পাদনাকে আরও সহজ ও সৃজনশীল করতে জেনারেটিভ এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির নতুন সুবিধা চালু করেছে মেটা। মেটা এআই অ্যাপ, মেটা ডট এআই ওয়েবসাইট ও এডিটস অ্যাপে এই সুবিধা যুক্ত হওয়ায় ব্যবহারকারীরা প্রযুক্তিগত দক্ষতা ছাড়াই দ্রুত মানসম্পন্ন ভিডিও তৈরি করতে পারবেন।

এক ব্লগ বার্তায় মেটা জানিয়েছে, ভিডিও সম্পাদনার নতুন সুবিধাটি কাজে লাগিয়ে স্বল্পদৈর্ঘ্যের ভিডিওগুলো বিভিন্ন প্রম্পটের মাধ্যমে সম্পাদনা করা যাবে। আগে থেকে নির্ধারিত ৫০টিরও বেশি প্রম্পটের মধ্যে থেকে পছন্দ অনুযায়ী একটি প্রম্পট বেছে নিলেই মাত্র ১০ সেকেন্ডের মধ্যে সে অনুযায়ী ভিডিও সম্পাদনা করে দেবে এআই। ব্যবহারকারীরা চাইলে বিভিন্ন প্রম্পটের মাধ্যমে ভিডিওতে থাকা বিভিন্ন দৃশ্য, পরিবেশ, রং, বিভিন্ন ব্যক্তির পোশাকের নকশাও পরিবর্তন করতে পারবেন। শুধু তা–ই নয়, চাইলে ভিডিওতে আলোর আবহ ও ফোকাস বদলে বিভিন্ন লাইট ইফেক্ট তৈরি করা যাবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রসহ মোট ১২টি দেশে সুবিধাটি চালু করা হয়েছে।

মেটার তথ্যমতে, এআইয়ের মাধ্যমে সম্পাদনা করা ভিডিও সরাসরি ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার করা যাবে। মেটা এআই অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারকারীরা চাইলে সেসব ভিডিও ‘ডিসকভার’ ফিডেও প্রকাশ করতে পারবেন। এ বছরের শেষ নাগাদ নির্ধারিত প্রম্পটের পাশাপাশি নিজস্ব প্রম্পটও ব্যবহার করা যাবে। এর ফলে ব্যবহারকারীরা চাইলে নিজেদের কল্পনা কাজে লাগিয়ে ভিডিও সম্পাদনা করতে পারবেন।

প্রসঙ্গত, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ভিডিও তৈরির জন্য দীর্ঘদিন ধরেই কাজ করছে মেটা। ২০২২ সালে ‘মেক আ সিন’ মডেল চালু করে প্রতিষ্ঠানটি, যার মাধ্যমে ছবি, অডিও, ভিডিও ও থ্রিডি অ্যানিমেশন তৈরি করা যায়। ২০২৩ সালে চালু করে ‘লামা ইমেজ’ নামের ফাউন্ডেশন মডেল, যা উন্নত মানের ছবি ও ভিডিও তৈরি করতে পারে। গত বছর প্রতিষ্ঠানটি ‘মুভি জেন’ নামের একটি উন্নত মডেল চালু করেছে, যা প্রম্পটের মাধ্যমে কনটেন্ট তৈরি, শব্দ প্রক্রিয়াকরণ এবং ভিডিও সম্পাদনার কাজ করতে পারে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র প রব ন

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ