এআই দিয়ে ভিডিও সম্পাদনার নতুন সুবিধা চালু করল মেটা
Published: 13th, June 2025 GMT
ভিডিও সম্পাদনাকে আরও সহজ ও সৃজনশীল করতে জেনারেটিভ এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির নতুন সুবিধা চালু করেছে মেটা। মেটা এআই অ্যাপ, মেটা ডট এআই ওয়েবসাইট ও এডিটস অ্যাপে এই সুবিধা যুক্ত হওয়ায় ব্যবহারকারীরা প্রযুক্তিগত দক্ষতা ছাড়াই দ্রুত মানসম্পন্ন ভিডিও তৈরি করতে পারবেন।
এক ব্লগ বার্তায় মেটা জানিয়েছে, ভিডিও সম্পাদনার নতুন সুবিধাটি কাজে লাগিয়ে স্বল্পদৈর্ঘ্যের ভিডিওগুলো বিভিন্ন প্রম্পটের মাধ্যমে সম্পাদনা করা যাবে। আগে থেকে নির্ধারিত ৫০টিরও বেশি প্রম্পটের মধ্যে থেকে পছন্দ অনুযায়ী একটি প্রম্পট বেছে নিলেই মাত্র ১০ সেকেন্ডের মধ্যে সে অনুযায়ী ভিডিও সম্পাদনা করে দেবে এআই। ব্যবহারকারীরা চাইলে বিভিন্ন প্রম্পটের মাধ্যমে ভিডিওতে থাকা বিভিন্ন দৃশ্য, পরিবেশ, রং, বিভিন্ন ব্যক্তির পোশাকের নকশাও পরিবর্তন করতে পারবেন। শুধু তা–ই নয়, চাইলে ভিডিওতে আলোর আবহ ও ফোকাস বদলে বিভিন্ন লাইট ইফেক্ট তৈরি করা যাবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রসহ মোট ১২টি দেশে সুবিধাটি চালু করা হয়েছে।
মেটার তথ্যমতে, এআইয়ের মাধ্যমে সম্পাদনা করা ভিডিও সরাসরি ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার করা যাবে। মেটা এআই অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারকারীরা চাইলে সেসব ভিডিও ‘ডিসকভার’ ফিডেও প্রকাশ করতে পারবেন। এ বছরের শেষ নাগাদ নির্ধারিত প্রম্পটের পাশাপাশি নিজস্ব প্রম্পটও ব্যবহার করা যাবে। এর ফলে ব্যবহারকারীরা চাইলে নিজেদের কল্পনা কাজে লাগিয়ে ভিডিও সম্পাদনা করতে পারবেন।
প্রসঙ্গত, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ভিডিও তৈরির জন্য দীর্ঘদিন ধরেই কাজ করছে মেটা। ২০২২ সালে ‘মেক আ সিন’ মডেল চালু করে প্রতিষ্ঠানটি, যার মাধ্যমে ছবি, অডিও, ভিডিও ও থ্রিডি অ্যানিমেশন তৈরি করা যায়। ২০২৩ সালে চালু করে ‘লামা ইমেজ’ নামের ফাউন্ডেশন মডেল, যা উন্নত মানের ছবি ও ভিডিও তৈরি করতে পারে। গত বছর প্রতিষ্ঠানটি ‘মুভি জেন’ নামের একটি উন্নত মডেল চালু করেছে, যা প্রম্পটের মাধ্যমে কনটেন্ট তৈরি, শব্দ প্রক্রিয়াকরণ এবং ভিডিও সম্পাদনার কাজ করতে পারে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জায়েদ ভাই মেয়েদের ফেভারিট: নুসরাত ফারিয়া
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মানেই গ্ল্যামার, মেধা আর মজার মিশ্রণ। দুই বাংলায় সমানতালে কাজের পাশাপাশি গানেও বাজিমাত করেছেন। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ভিন্ন কারণে। চিত্রনায়ক জায়েদ খানের টক শোতে অতিথি হয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানা সম্মেলনে অংশ নেন ফারিয়া। গালা নাইটে নিজের ঝলমলে পারফরম্যান্সে মাতিয়ে তোলেন সবাইকে। সেই সফরের মজার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে সহকর্মী জায়েদ খানের গোপন তথ্য ফাঁস করেন এই অভিনেত্রী।
আরো পড়ুন:
গ্রেপ্তারের পর প্রথম মুখ খুললেন নুসরাত ফারিয়া
বিয়ে ভাঙার পর হতাশা কাটাতে ওষুধ খেতেন নুসরাত ফারিয়া
ফারিয়া বলেন, “জায়েদ ভাই মিষ্টি মনের মানুষ। দিন দিন তো অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন! এত ওয়ার্কআউট করছেন যে, এখন বাংলাদেশের অর্ধেক মেয়েরই ফেভারিট উনি!”
জায়েদ খানের প্রশংসা করে ফারিয়া বলেন, “আগে তো ছিলেনই, এখন অনেক ফিট হয়ে গেছেন। ওনার সাথে কাজ করা মানে সারাক্ষণ হাসিখুশি থাকা। কারো মন খারাপ থাকলেও উনার সাথে কথা বললেই ভালো হয়ে যায়।”
কানাডা সফরের আরেক টুকরো গল্পও জানান ফারিয়া। তার ভাষায়, “একদিন উনি বললেন, ‘চলো মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে শুটটা করে ফেলি।’ আমি ভাবলাম মজা করছেন, কিন্তু উনি সত্যিই শুট শুরু করলেন। ওই ফান পার্টগুলো কিন্তু আপনাদের দেখানো হয়নি, এডিটেই কেটে দিয়েছে!”
ঢাকা/রাহাত/শান্ত