ভিডিও সম্পাদনাকে আরও সহজ ও সৃজনশীল করতে জেনারেটিভ এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির নতুন সুবিধা চালু করেছে মেটা। মেটা এআই অ্যাপ, মেটা ডট এআই ওয়েবসাইট ও এডিটস অ্যাপে এই সুবিধা যুক্ত হওয়ায় ব্যবহারকারীরা প্রযুক্তিগত দক্ষতা ছাড়াই দ্রুত মানসম্পন্ন ভিডিও তৈরি করতে পারবেন।

এক ব্লগ বার্তায় মেটা জানিয়েছে, ভিডিও সম্পাদনার নতুন সুবিধাটি কাজে লাগিয়ে স্বল্পদৈর্ঘ্যের ভিডিওগুলো বিভিন্ন প্রম্পটের মাধ্যমে সম্পাদনা করা যাবে। আগে থেকে নির্ধারিত ৫০টিরও বেশি প্রম্পটের মধ্যে থেকে পছন্দ অনুযায়ী একটি প্রম্পট বেছে নিলেই মাত্র ১০ সেকেন্ডের মধ্যে সে অনুযায়ী ভিডিও সম্পাদনা করে দেবে এআই। ব্যবহারকারীরা চাইলে বিভিন্ন প্রম্পটের মাধ্যমে ভিডিওতে থাকা বিভিন্ন দৃশ্য, পরিবেশ, রং, বিভিন্ন ব্যক্তির পোশাকের নকশাও পরিবর্তন করতে পারবেন। শুধু তা–ই নয়, চাইলে ভিডিওতে আলোর আবহ ও ফোকাস বদলে বিভিন্ন লাইট ইফেক্ট তৈরি করা যাবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রসহ মোট ১২টি দেশে সুবিধাটি চালু করা হয়েছে।

মেটার তথ্যমতে, এআইয়ের মাধ্যমে সম্পাদনা করা ভিডিও সরাসরি ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার করা যাবে। মেটা এআই অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারকারীরা চাইলে সেসব ভিডিও ‘ডিসকভার’ ফিডেও প্রকাশ করতে পারবেন। এ বছরের শেষ নাগাদ নির্ধারিত প্রম্পটের পাশাপাশি নিজস্ব প্রম্পটও ব্যবহার করা যাবে। এর ফলে ব্যবহারকারীরা চাইলে নিজেদের কল্পনা কাজে লাগিয়ে ভিডিও সম্পাদনা করতে পারবেন।

প্রসঙ্গত, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ভিডিও তৈরির জন্য দীর্ঘদিন ধরেই কাজ করছে মেটা। ২০২২ সালে ‘মেক আ সিন’ মডেল চালু করে প্রতিষ্ঠানটি, যার মাধ্যমে ছবি, অডিও, ভিডিও ও থ্রিডি অ্যানিমেশন তৈরি করা যায়। ২০২৩ সালে চালু করে ‘লামা ইমেজ’ নামের ফাউন্ডেশন মডেল, যা উন্নত মানের ছবি ও ভিডিও তৈরি করতে পারে। গত বছর প্রতিষ্ঠানটি ‘মুভি জেন’ নামের একটি উন্নত মডেল চালু করেছে, যা প্রম্পটের মাধ্যমে কনটেন্ট তৈরি, শব্দ প্রক্রিয়াকরণ এবং ভিডিও সম্পাদনার কাজ করতে পারে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র প রব ন

এছাড়াও পড়ুন:

বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নতুন কর্মসূচি 

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আগামী শুক্র ও শনিবার (১৯ ও ২০ সেপ্টেম্বর) গণস্বাক্ষর সংগ্রহ এবং রবি ও সোমবার (২১ ও ২২ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অর্ধদিবস অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা এম এ সালাম নতুন কর্মসূচি ঘোষণা করেন।

এম এ সালাম বলেছেন, “বাগেরহাটের চারটি আসন অক্ষুণ্ন রাখার দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আদালতের প্রতি আমাদের আস্থা আছে, তবে জনগণের দাবি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

এর আগে আসন কমানোর প্রতিবাদে জেলা জুড়ে হরতাল, বিক্ষোভ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। পাশাপাশি উচ্চ আদালতে রিট করা হয়েছে।

ঢাকা/শহিদুল/রফিক

সম্পর্কিত নিবন্ধ