তারা প্রমাণ করলেন দেশের মানুষ প্রয়োজনে ঐক্যবদ্ধ হতে পারে
Published: 13th, June 2025 GMT
লন্ডন বৈঠক প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ এই দুই নেতা (প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান) প্রমাণ করলেন, বাংলাদেশের মানুষ এখনও প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে৷ নেতারা নেতৃত্ব দিতে পারেন। সেই হিসেবে দেশের মানুষ সামনের দিকে এগিয়ে যাবে।
শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। লন্ডনে প্রধান উপদেষ্টা ড.                
      
				
মির্জা ফখরুল বলেন, প্রথম একটি বৈঠক, সত্যিকার অর্থে গোটা জাতি উদ্বিগ্ন ছিল। সেই বৈঠকটিতে তিনি (তারেক রহমান) সফল হয়েছেন। আমি আমার দলের পক্ষ থেকে, সব নেতাকর্মীদের পক্ষ থেকে তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে, তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই বৈঠকে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন, সবকিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল- সেই অবস্থাকে কাটিয়ে এই দুই নেতা আবার জাতিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ ম র জ ফখর ল ত র ক রহম ন ব এনপ
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।