দৃশ্যমান বিচার ও সংস্কার জাতি প্রত্যাশা করে: মুজিবুর রহমান
Published: 14th, June 2025 GMT
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “ফ্যাসিস্ট হাসিনার সরকার রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা দিয়ে, জনগণকে মিথ্যা আশা দিয়ে, ভোটের অধিকার খর্ব করে গণতন্ত্রকে হত্যা করেছে। বিনাবিচারে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার নিশ্চিত করতে হবে। দৃশ্যমান বিচার ও সংস্কার জাতি প্রত্যাশা করে।”  
শনিবার (১৪ জুন) সকালে জায়ামাতে ইসলামীর রাজশাহী মহানগরের উদ্যোগে আয়োজিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরের একটি মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দলের রাজশাহী মহানগরের আমির ড.                
      
				
অধ্যাপক মুজিবুর রহমানর বলেন, “দেশের কল্যাণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষের অধিকার নিশ্চিত করতে হলে জাস্টিস (ন্যায়বিচার) কায়েম করতে হবে। ইসলাম মানুষের সার্বিক জীবনের সমস্যার সমাধান দিতে পারে, তাই কোরআনের আলোকে ব্যক্তি জীবন গঠন করতে হবে এবং সততার মানদণ্ডে সমাজ পরিচালনা করতে হবে।”
আরো পড়ুন:
‘শিবিরকে জঙ্গি ও রাজাকার বলে বিভ্রান্তি তৈরি করা হয়েছিল’
লক্ষ্মীপুরে জামায়াত নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ১
রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদৎ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- মহানগরের নায়েবে আমির অধ্যক্ষ সিদ্দিক হোসাইন, আবু মোহাম্মদ সেলিম, ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার।
ঢাকা/কেয়া/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মাঠ আর আগের মতো নেই: সারজিস
‘প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ। জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (০৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।
পোস্টে সারজিস লিখেছেন, “প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ। জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে।”
তিনি আরো লিখেছেন, “মাঠ আর আগের মতো নেই। আগের ইকুয়েশন এবার মিলবে না। সময়মত মিলিয়ে নিয়েন।”
নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে—এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে সরকার।
এর আগে ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন করে। এরপর জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করা নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি ২০ ধারার এ সংশোধন বহাল রাখার দাবি জানায়। শেষ পর্যন্ত এই ধারা অপরিবর্তিত রেখেই সোমবার অধ্যাদেশ জারি করা হয়েছে।
ঢাকা/ইভা