ঢাকার উত্তরায় র‍্যাবের পোশাক পরে কয়েকজন এসে মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের এজেন্টের কাছ থেকে কোটি টাকা ছিনতাই করেছে বলে পুলিশ জানিয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, নগদের এজেন্ট আবদুল খালেক উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাসায় বসবাস করেন। ওই বাসা থেকে নগদের কার্যালয় কাছে। খালেকের বাসা থেকে ১ কোটি ৮ লাখ টাকা নগদের কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। দুটি মোটরসাইকেলে করে খালেক ও দুই সঙ্গী যাচ্ছিলেন। তাঁরা যখন ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে আসেন, তখন একটি কালো রঙের মাইক্রোবাস তাঁদের গতিরোধ করে।

ডিসি মহিদুল ইসলাম আরও বলেন, ক্লোজড সার্কিট টেলিভিশন ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, র‍্যাবের পোশাক পরা দুই থেকে তিনজন ব্যক্তি কালো রঙের মাইক্রো থেকে নেমে নগদ এজেন্টের টাকা বহনকারী তিন ব্যক্তিকে ধাওয়া করে আটক করেন। পরে তাঁদের গাড়িতে তুলে নিয়ে চলে যান। তাঁদের ১৭ নম্বর সেক্টরে নিয়ে গাড়ি থেকে নামিয়ে টাকা নিয়ে চলে যান।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, র‍্যাবের পোশাক পরা ওই ব্যক্তিদের খোঁজ চলছে।

উত্তরা বিভাগের ডিসি মহিদুল বলেন, যাঁরা ছিনতাইয়ের সঙ্গে যুক্ত তাঁদের প্রত্যেককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ব র প শ ক পর নগদ র

এছাড়াও পড়ুন:

‘আমি কি এখনো স্বপ্ন দেখছি’—লিখলেন পলাশ মুচ্ছল

বিশ্বকাপ ট্রফি হাতে ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বলিউডের সংগীত পরিচালক ও নির্মাতা পলাশ মুচ্ছল লিখেছেন, ‘আমি কি এখনো স্বপ্ন দেখছি?’

স্মৃতির সঙ্গে পলাশের পাঁচ বছরের প্রেম রয়েছে, এর মধ্যে বিয়ের ঘোষণাও দিয়েছেন পলাশ। নভেম্বরেই বিয়ে হওয়ার কথা রয়েছে।

এই জুটির ছবিটি তিন ঘণ্টার ব্যবধানে ছড়িয়ে পড়েছে, প্রায় দেড় লাখ ‘রিঅ্যাক্ট’ পড়েছে। সাড়ে ৭০০ মন্তব্য জমা পড়েছে। একজন লিখেছেন, ‘দুজনকে দারুণ লাগছে।’

ঘণ্টা পাঁচেক আগে ট্রফি হাতে তোলা আরেকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পলাশ

সম্পর্কিত নিবন্ধ