উত্তরায় র্যাবের পোশাক পরে এসে কোটি টাকা ছিনতাই
Published: 14th, June 2025 GMT
ঢাকার উত্তরায় র্যাবের পোশাক পরে কয়েকজন এসে মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের এজেন্টের কাছ থেকে কোটি টাকা ছিনতাই করেছে বলে পুলিশ জানিয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, নগদের এজেন্ট আবদুল খালেক উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাসায় বসবাস করেন। ওই বাসা থেকে নগদের কার্যালয় কাছে। খালেকের বাসা থেকে ১ কোটি ৮ লাখ টাকা নগদের কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। দুটি মোটরসাইকেলে করে খালেক ও দুই সঙ্গী যাচ্ছিলেন। তাঁরা যখন ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে আসেন, তখন একটি কালো রঙের মাইক্রোবাস তাঁদের গতিরোধ করে।
ডিসি মহিদুল ইসলাম আরও বলেন, ক্লোজড সার্কিট টেলিভিশন ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, র্যাবের পোশাক পরা দুই থেকে তিনজন ব্যক্তি কালো রঙের মাইক্রো থেকে নেমে নগদ এজেন্টের টাকা বহনকারী তিন ব্যক্তিকে ধাওয়া করে আটক করেন। পরে তাঁদের গাড়িতে তুলে নিয়ে চলে যান। তাঁদের ১৭ নম্বর সেক্টরে নিয়ে গাড়ি থেকে নামিয়ে টাকা নিয়ে চলে যান।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উত্তরা বিভাগের ডিসি মহিদুল বলেন, যাঁরা ছিনতাইয়ের সঙ্গে যুক্ত তাঁদের প্রত্যেককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ব র প শ ক পর নগদ র
এছাড়াও পড়ুন:
এভাবে ‘চিকেনপাতুরি’ রান্না করেছেন?
ভাত অথবা রুটির সঙ্গে খেতে পারেন চিকেনপাতুরি। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে খেতেও বেশ ভালো লাগে এই পদ। সহজেই এই পদ তৈরি করা যায়। এর জন্য অল্প কয়েকটি উপকরণ লাগে যেমন—বোনলেস চিকেন, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, লেবুর রস, চিকেন মশলা, গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, পেঁয়াজ কুচি, তেল ও লবণ। চলুন জেনে নেওয়া যাক চিকেনপাতুরির রেসিপি।
প্রথম ধাপ: চিকেনের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন। এবার একটি পাত্রে সব বাটা মশলা, লবণ, লেবুর রস দিয়ে কয়েক ঘণ্টা ম্যারিনেট করুন। তারপর ফ্রিজের নরমাল চেম্বারে আধাঘণ্টার জন্য রেখে দিন।
আরো পড়ুন:
ওভেন ছাড়াই তন্দুরি চিকেন বানিয়ে নিন
রক্তস্বল্পতা কমায় হাঁসের মাংস
দ্বিতীয় ধাপ: কড়াইতে তেল গরম করে নিন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিন।এবার এই পেঁয়াজ বেরেস্তা মিশিয়ে দিন ম্যারিনেট করে রাখা মাংসে। তারপর মাংস কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।
তৃতীয় ধাপ: মাংস কষানো হয়ে গেলে কলা পাতার মধ্যে চিকেন ঢেলে দিতে হবে। ভালো করে মুড়িয়ে কলাপাতা সুতা দিয়ে বেঁধে দিন। আলাদা একটা কড়াইতে ভালো করে তেল ব্রাশ করে নিন। মুড়িয়ে রাখা চিকেন তেল মাখানো কড়াইতে বসিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে রাখুন, এভাবে ২০ ঢাকা দিয়ে রান্নাটা করুন।
শেষ ধাপ: আরও ১০ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিন। ব্যাস তৈরি হয়ে গেলো চিকেনপাতুরি।
ঢাকা/লিপি