মিনেসোটায় আইনপ্রণেতা ও তার স্বামীকে গুলি করে হত্যা, সন্দেহভাজন আটক
Published: 16th, June 2025 GMT
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় এক জ্যেষ্ঠ ডেমোক্র্যাট আইনপ্রণেতা ও তার স্বামী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। নিহতরা হলেন- অঙ্গরাজ্যটির আইনসভার নারী সদস্য মেলিসা হোর্টম্যান ও তার স্বামী মার্ক। হোর্টম্যান মিনেসোটা অঙ্গরাজ্য আইনসভার সাবেক স্পিকার।
এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তার নাম ভ্যান্স লুথার বোয়েলটার। আটক ব্যক্তির একটি ছবি প্রকাশ করেছে র্যামসে কাউন্টি শেরিফের কার্যালয়। এ সময় তার পরনে পুলিশের পোশাকের মতো বেশভূষা দেখা গেছে। তবে বিস্তারিত পরিচয় এখনো জানানো হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শেরিফ কার্যালয় বলেছে, খুনি এখন পুলিশের হেফাজতে। নিষ্ঠার সঙ্গে কাজ করা একাধিক আইনশৃঙ্খলা সংস্থাকে ধন্যবাদ। এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিতে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম।
মিনেসোটার গভর্নর টিম ওয়াল্টজ বলেন, বন্দুকধারীরা অঙ্গরাজ্যটির আরও একজন আইনপ্রণেতা ও তার স্ত্রীকে আহত করেছে। তারা হলেন- সিনেটর জন হফম্যান ও তার স্ত্রী চ্যামপ্লিন। হাসপাতালে ভর্তির পর তাদের জরুরি অস্ত্রোপচার চলছে। আশাকরি, তারা বেঁচে যাবেন। শনিবারের এই হামলাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড’ বলে মনে মন্তব্য করেছে ওয়াল্টজ।
পুলিশ জানিয়েছে, বন্দুকধারী পুলিশ কর্মকর্তাদের পোশাক পরা ছিল এবং হোর্টম্যানের বাড়ি থেকে বের হওয়ার পর সে পুলিশের সঙ্গে গোলাগুলি করে পালিয়ে যায়। এ সময় সে একটি গাড়ি ফেলে রেখে যায়। পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি ‘ইশতেহার’ পেয়েছে, তাতে আরও অনেক আইনপ্রণেতা ও কমকর্তাদের তালিকা ছিল।
এদিকে মর্মান্তিক এ ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এ বিষয়ে তাকে অবহিত করা হয়েছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, মিনেসোটায় ভয়ানক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এটিকে অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের বিরুদ্ধে একটি পরিকল্পিত হামলা বলে মনে হচ্ছে। যুক্তরাষ্ট্রে এমন সহিংসতা বরদাশত করা হবে না। খোদা মিনেসোটার মহান জনগণের সহায় হোন, একটি সত্যিকারের মহান জায়গা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: য ক তর ষ ট র আটক
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।