নীরবতা ভেঙে পাকিস্তানের চাকরি ছাড়ার কারণ জানালেন কারস্টেন
Published: 16th, June 2025 GMT
বর্তমান কোচ মাইক হেসনের অভিজ্ঞতা এখন পর্যন্ত কেমন, এখন সেটাই জানার বাকি। পাকিস্তানের প্রধান কোচ হিসেবে সাম্প্রতিক সময়ে যেকোনো বিদেশি কোচের অভিজ্ঞতা ভালো ছিল না!
গত ডিসেম্বরে পাকিস্তানের কোচের পদ ছাড়ার পর দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে একগাদা অভিযোগ আনেন জেসন গিলেস্পি। তাঁর প্রায় দুই মাস আগে পদত্যাগ করেন সাদা বলের কোচ গ্যারি কারস্টেন।
২০১১ সালে ভারতকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো কোচ কারস্টেন পাকিস্তান ক্রিকেটকেও বদলে দিতে চেয়েছিলেন। সেই লক্ষ্যে গত বছরের এপ্রিলে বাবর–রিজওয়ান–আফ্রিদিদের দায়িত্ব নিয়েছিলেন। তাঁর সঙ্গে দুই বছরের চুক্তি ছিল পিসিবির। কিন্তু ৬ মাস যেতেই পদত্যাগ করেন।
আরও পড়ুনকারস্টেন ভারতের কোচ হওয়ায় অবসর নিতে চেয়েছিলেন টেন্ডুলকার১৪ ফেব্রুয়ারি ২০২৩কারস্টেন হঠাৎ কেন দায়িত্ব ছেড়েছিলেন, তা নিয়ে নানাজনে নানা রকম কথা বলেছেন। যদিও কারস্টেন দীর্ঘ দিন চুপ ছিলেন। তবে সম্প্রতি বিষয়টি নিয়ে নীরবতা ভেঙেছেন ৫৭ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান। সম্প্রতি উইজডেন ক্রিকেট প্যাট্রিয়ন পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেটের টালমাটাল অবস্থা দেখে চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন।
নতুন নির্বাচক কমিটি দায়িত্ব নেওয়ার পর দল নির্বাচনপ্রক্রিয়া থেকে গিলেস্পি–কারস্টেন দুজনকেই সরিয়ে দেয় পিসিবি। তখন বিষয়টি নিয়ে লাল দলের কোচ গিলেস্পি বিস্ময় ও হতাশা প্রকাশ করেন প্রকাশ্যেই। কার্স্টেন তখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। অবশেষে কারস্টেনও জানালেন, তিনিও ভীষণ অসন্তুষ্ট ছিলেন।
আকিব জাভেদের কোচিংয়ে ভালো করতে পারেনি পাকিস্তান.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক রস ট ন
এছাড়াও পড়ুন:
মুন্সীগঞ্জে ড্রেনের ভেতরে মিলল ২৩টি ককটেল, আটক ১
মুন্সীগঞ্জে ড্রেনের ভেতর তিনটি প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা ২৩টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘটনাস্থলের পাশে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বোনের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করে তারা। পাশাপাশি মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রবিবার (২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার ড্রেন থেকে ককটেলগুলো উদ্ধার হয়। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩
দিনাজপুরে পুকুর পাড় থেকে গ্রেনেড উদ্ধার
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ঢাকনা খোলেন স্থানীয়রা। এ সময় তারা প্লাস্টিকের বালতিতে তুষ দিয়ে ঢেকে রাখা অবস্থায় কিছু বস্তু দেখতে পান। পাশাপাশি তিনটি ড্রেনের ঢাকনা খুলে তারা একই চিত্র দেখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের ভেতর থেকে তিনটি বালতিতে রাখা ২৩টি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটক হাসান মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন পাটোয়ারীর ভাগ্নি জামাই বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। এ সময় মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারির বোন সেলিনা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে হাসান নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/রতন/মাসুদ