Prothomalo:
2025-09-18@01:40:27 GMT
অন্তরঙ্গ দৃশ্যের শুটিং কতটা কঠিন, ডাকোটা বললেন...
Published: 17th, June 2025 GMT
দীর্ঘ ১৫ বছরের অভিনয়জীবনে প্রথমবারের মতো ইন্টিমেসি কো-অর্ডিনেটরের (অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সমন্বয়ক) সঙ্গে কাজ করলেন হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন। অ্যামি পোহলারের পডকাস্ট গুড হ্যাং-এ দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন তিনি।
‘ফিফটি শেডস অব গ্রে’ ট্রিলজিতে খোলামেলা দৃশ্যে অভিনয় করে আলোচনায় আসেন ডাকোটা। তবে সে ছবিতে ইন্টিমেসি কো–অর্ডিনেটর ছিলেন না—সেটাও অকপটে জানালেন জনসন।
‘সে দারুণ,’ নিজের প্রথম ইন্টিমেসি কো–অর্ডিনেটর সম্পর্কে বলছিলেন ডাকোটা। ‘আসলে ব্যাপারটা খুব চমৎকার লেগেছে। কারণ, আমি তো এত দিন ধরে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে এসেছি। কিন্তু সত্যি বলতে, সেগুলো পর্দায় দেখতে আকর্ষণীয় লাগলেও শুটিং মোটেই তা নয়।’
ডাকোটা জনসন। রয়টার্স.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল