অভিনয় ক্যারিয়ারের হিসাবে তাসনিয়া ফারিণের চেয়ে তিন বছরের সিনিয়র সাবিলা নূর। টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, এমনকি সিনেমাও করছেন, তবে পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমায় তাঁদের দেখা যায়নি। এবারের ঈদে ‘তাণ্ডব’ ও ‘ইনসাফ’ দিয়ে মূলধারার বাণিজ্যিক ছবিতে নায়িকা হিসেবে তাঁদের অভিষেক হলো। শাকিব খান ও শরীফুল রাজের বিপরীতে দুজনকে পর্দায় দেখা গেছে।
সাবিলা ও ফারিণের জীবনে এবারের ঈদটাও তাই অন্য রকম। অন্যান্যবার পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে মেতে থাকলেও দুজনকে এবার প্রেক্ষাগৃহে ছুটতে হয়েছে। ছবি দেখতে আসা মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছেন। হাসিমুখে ছবি তুলেছেন। সাবিলা বললেন, ‘এ এক দুর্দান্ত অভিষেক। দর্শকেরা দারুণভাবে গ্রহণ করেছেন।’
জানা গেছে, গত ঈদুল ফিতরের সময় ‘তাণ্ডব’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পান সাবিলা নূর। পরিচালক রায়হান রাফী গল্প শোনান। সাবিলা বললেন, ‘ছবিটা সম্পর্কে আগে থেকেই জানতাম। ছবিতে যেহেতু মেগাস্টার শাকিব খান আছেন, তাই গল্প শোনামাত্র রাজি হয়ে যাই। আমার কাছে মনে হয়েছে, এই সুন্দর সুযোগ না বলাটা মোটেও ঠিক হবে না। দুটি চমৎকার গানও ছিল। চমৎকার সব অভিনয়শিল্পীও ছিলেন।’
‘লিচুর বাগানে’ গানের দৃশ্য.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন