দিনে অস্ত্র ঠেকিয়ে ৫৫ লাখ টাকা ছিনতাই
Published: 17th, June 2025 GMT
যশোরের মণিরামপুর উপজেলায় দিনেরবেলা অস্ত্র ঠেকিয়ে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার উপজেলার কুয়াদা জামতলায় দুই কর্মকর্তাকে অস্ত্র ঠেকিয়ে এ ছিনতাইয়ের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। খবর পেয়ে তদন্ত শুরু করেছেন পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।
নগদের যশোর শাখার ম্যানেজার রবিউল ইসলাম জানান, তিনি ও অ্যাকাউন্টস অফিসার কাজী মোমিনুল ইসলাম প্রাইভেট কারে যশোর থেকে ৫৫ লাখ টাকা নিয়ে মণিরামপুরে পৌঁছে দিতে যাচ্ছিলেন। তারা যশোর-চুকনগর সড়কের কুয়াদা জামতলায় পৌঁছালে একটি মোটরসাইকেল তাদের গাড়ির সামনে এসে বাধা দিতে থাকে। এ সময় চালক গাড়ি নিয়ে দ্রুত চালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটি সামনে পড়ে যাওয়ায় আর এগোতে পারেননি। এরপর চার অস্ত্রধারী দুর্বৃত্ত প্রাইভেট কারের জানালা ভেঙে নগদকর্মীকে আঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা জরুরি সেবা ৯৯৯-এ কল করে ছিনতাইয়ের বিষয়টি জানালে মণিরামপুর থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন।
খবর পেয়ে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।
মণিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে নগদের কর্মীদের কথা অসংলগ্ন মনে হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব না।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।