Risingbd:
2025-11-03@05:57:23 GMT

জেল থেকে ফ্রেমে ফারিয়া

Published: 18th, June 2025 GMT

জেল থেকে ফ্রেমে ফারিয়া

কারামুক্তির ঠিক এক মাস পর নুসরাত ফারিয়া দেখা দিলেন। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ খোশমেজাজি ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন ছোট্ট একটা বাক্য—‘১ মাস পর….।’

গত ১৮ মে, ঢাকার ভাটারা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে সহিংসতা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হন এই ঢালিউড তারকা। সেই সময় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায়। তবে ২০ মে, আদালত জামিন দিলে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান নুসরাত ফারিয়া। তারপর থেকে ফারিয়া ছিলেন অন্তরালে, নীরব, নিভৃতে।

এ ঘটনার এক মাসের মাথায় সোশ্যাল মিডিয়ায় দেখা দিলেন নুসরাত ফারিয়া। খোলা চুল, ঠোঁটে মিষ্টি হাসি— শেয়ার করা ছবিগুলোতে পুরোনো ফারিয়াকে যেন নতুন ছায়ায় আবিষ্কার করলেন ভক্তরা। নেটিজেনদের একজন লেখেন, “ঘটনা ভুলে যাও, শিক্ষা ভুলে যেও না।” আরেকজন সরাসরি হৃদয় ছুঁয়ে লেখেন, “অফুরন্ত ভালোবাসা রইলো ফারিয়া আপু!”

আরো পড়ুন:

আমি গুরুতর অসুস্থ: নুসরাত ফারিয়া

কারামুক্তির পর মায়ের সঙ্গে ফিরেন বিমর্ষ নুসরাত ফারিয়া

আরজে থেকে উপস্থাপনা, আর সেখান থেকে বড় পর্দার নায়িকা—নুসরাত ফারিয়ার যাত্রাটা কম ঘটনাবহুল নয়। ২০১৫ সালে যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক। তারপর একের পর এক হিট সিনেমা— তবে এবারের স্ক্রিপ্ট যেন বাস্তবেই সিনেমাটিক হয়ে উঠেছিল!

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

আমদানি বৃদ্ধি ইতিবাচক, ধারাবাহিকতা থাকতে হবে

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে মূলধনি যন্ত্রপাতি ও ভোগ্যপণ্যের ঋণপত্র খোলার হারে যে প্রবৃদ্ধি হয়েছে, সেটিকে আমি ইতিবাচক হিসেবেই দেখছি। তবে তিন মাসের চিত্র দিয়ে সামগ্রিক অবস্থা এখনো মূল্যায়ন করার সময় হয়নি।

মূলধনি যন্ত্রপাতি আমদানিতে হঠাৎ প্রায় ২৩ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। এটা সুখবর হলেও কোনো বড় প্রকল্পের মালামাল আমদানিতে এত বেশি প্রবৃদ্ধি হয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। যদি সত্যিকারের নতুন নতুন কারখানার যন্ত্রপাতি আমদানির মাধ্যমে এ প্রবৃদ্ধি ঘটে, তাহলে তা অর্থনীতির জন্য ইতিবাচক।

মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধারাবাহিকতা থাকলেই বলা যাবে, দেশে বিনিয়োগ হচ্ছে। বিনিয়োগ হলে সামনে কর্মসংস্থানও বাড়বে। আর তাতে অর্থনীতিতেও গতি সঞ্চার হবে।

মূলধনি যন্ত্রপাতির মতো ভোগ্যপণ্যের ঋণপত্র খোলার হারও বাড়ছে। বাংলাদেশ ব্যাংক তিন মাসের যে তুলনা করে দেখিয়েছে, তাতে ঋণপত্র খোলার হার ২০ শতাংশ বেড়েছে।

সব মিলিয়ে মূলধনি যন্ত্রপাতি আমদানিতে যে প্রবৃদ্ধি হয়েছে, তা আগামী কয়েক মাস অব্যাহত থাকলে অর্থনীতিতে কর্মচাঞ্চল্য বাড়বে।

মোহাম্মদ মোস্তফা হায়দার, পরিচালক, টি কে গ্রুপ

সম্পর্কিত নিবন্ধ