ঘটককে গাছের সঙ্গে বেঁধে মারধর কনের বাবার
Published: 19th, June 2025 GMT
বিয়ের পর নবদম্পতির মধ্যে বনিবনা না হওয়ায় উপহার দেওয়ার কথা বলে ঘটককে বাড়িতে ডেকে এনে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। গত রোববার (১৫ জুন) বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের সূত্রাপুর গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার মজিবর শেখ একই ইউনিয়নের ওমরপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মজিবরের ছোট ভাই নজরুল শেখ শেরপুর থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
গত ৯ জুন জহুরুল ইসলামের মেয়ে সুমাইয়া খাতুনের সঙ্গে বগুড়ার শাজাহানপুর উপজেলার ঘাসুরিয়া গ্রামের মুন্নার বিয়ে হয়। বিয়ের ঘটক ছিলেন মজিবর শেখ। বিয়ের পর থেকে নবদম্পতির মধ্যে বনিবনা হচ্ছিল না। এ নিয়ে ক্ষুব্ধ ছিল কনের পরিবার। রোববার উপহার হিসেবে লুঙ্গি দেওয়ার কথা বলে কনের বাবা জহুরুল ইসলাম ঘটক মজিবর শেখকে বাড়িতে ডেকে নেন। এরপর তাঁকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হয়। পরে স্যান্ডেলের সঙ্গে গরুর গোবর লাগিয়ে লাঠি দিয়ে হাতে, পায়ে ও মাথায় মারধর করা হয়। খবর পেয়ে মজিবরের ভাই নজরুল শেখ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল তিনি বাড়ি ফিরেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা সাজিদ হাসান সিদ্দিকী বলেন, আহত মজিবর শেখকে রোববার হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হলে মঙ্গলবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর শরীরে মারধরের একাধিক চিহ্ন রয়েছে।
ভুক্তভোগী মজিবর শেখ বলেন, ‘জহুরুল ইসলাম আমাকে বাড়িতে নিয়ে যান। এরপর গাছের সঙ্গে বেঁধে এক ঘণ্টা বেধড়ক মারধর করেন।’
কনের বাবা জহুরুল ইসলাম বলেন, ‘৯ জুন মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠিয়েছি। বিয়ের দুইদিন পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন মেয়ে ও আমাদের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন। তারা আমাদের মেনে নিতে পারছেন না। বিয়ের আগে ঘটক জানিয়েছিলেন ছেলের পরিবার খুব ভালো। এ কারণে তাঁকে বাড়িতে ডেকে এনে সামান্য মারধর করা হয়েছে।’
মজিবর শেখের ছেলে সোনাউল্লাহ শেখ বলেন, ‘বাবা পেশাদার ঘটক নন। টাকা নিয়ে ঘটকালি করেন না। উপহারের কথা বলে ডেকে নিয়ে তাঁকে যেভাবে নির্যাতন করা হয়েছে তা অমানবিক।’
শেরপুর থানার ওসি মঈন উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে মারধরের সত্যতা মিলেছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ম রধর ম রধর র উপজ ল
এছাড়াও পড়ুন:
সংসার ভাঙার কারণ জানালেন শোলাঙ্কি
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়। ছোট পর্দার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখলেও এখন সিনেমা, ওয়েব সিরিজ—সব মাধ্যমেই তার সরব উপস্থিতি। ব্যক্তিগত জীবনে ছোটবেলার বন্ধু শাক্য বোসের সঙ্গে ঘর বেঁধেছিলেন এই অভিনেত্রী। কয়েক বছর আগে তার এ সংসার ভেঙে যায়। বিচ্ছেদের খবর জানালেও কেন তার সংসার ভেঙেছে তা এতদিন জানাননি।
কয়েক দিন আগে ‘স্টেট আপ উইথ শ্রী’ পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন শোলাঙ্কি রায়। এ আলাপচারিতায় এ অভিনেত্রী বলেন, “আমাদের সমস্যাটা হয়েছিল মূলত দূরত্ব নিয়ে। আমরা দুজন দুটো আলাদা টাইম জোনে থাকতাম। তারপর আমার কাজের যা সময় ছিল, তারপর আমাদের আর সেভাবে কথা হতো না। আমার যখন কাজ শেষ, ও তখন ঘুম থেকে উঠত আর অফিসের জন্য বেরিয়ে যেত। হ্যাঁ, আমাদের বিয়ে হয়েছিল ঠিকই। কিন্তু আমরা বৈবাহিক জীবনযাপন করতাম না। একটা সময় আমরা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিই, বিষয়টি খুব খারাপ দিকে যাচ্ছে।”
পরের ঘটনা বর্ণনা করে শোলাঙ্কি রায় বলেন, “পরিস্থিতি এমন তৈরি হয়েছিল যে কেউ না কেউ বিদ্রোহ ঘোষণা করবেই। তাছাড়া ধীরে ধীরে বুঝতে পারলাম, ওর পক্ষে সব ছেড়ে এখানে এসে থাকা সম্ভব নয়। আর আমার পক্ষেও সম্ভব হয়নি। অবশ্যই, প্রথম ছয় মাস চেষ্টা করেছিলাম। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তাই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম।”
আরো পড়ুন:
আবার প্রেমে পড়েছেন ‘ঝিলিক’
বিয়ে করলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী
বিয়েবিচ্ছেদ নিয়ে সামাজিক ট্যাবুর কথা স্মরণ করে শোলাঙ্কি বলেন, “মুশকিলটা হচ্ছে ডিভোর্স আমাদের দেশে এখনো একটা ট্যাবু। আর অনেকেই মনে করেন ডিভোর্স মানেই—হয় মেয়েটি ঠকাচ্ছে অথবা ছেলেটি।”
২০১৮ সালের শুরুর দিকে স্কুলজীবনের বন্ধু শাক্য বোসকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। ধুমধাম করে সাতপাকে বাঁধা পড়েছিলেন। এরপর বরের হাত ধরে নিউজিল্যান্ড পাড়ি জমান। বছর খানেক পর ভারতে ফিরেন শোলাঙ্কি। এরপর আস্তে আস্তে কমতে থাকে নিউজিল্যান্ডে যাতায়াত। তারপর জানা যায় তাদের ডিভোর্স হয়েছে। মাঝে সোহম মজুমদারের সঙ্গে শোলাঙ্কির প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল। যদিও গুঞ্জন উড়িয়ে দেন এই অভিনেত্রী।
ঢাকা/শান্ত