চলতি বছরের মধ্যেই ফেসবুকে ভিডিও প্রকাশের ধরনে বড় পরিবর্তন আনা হবে বলে জানিয়েছে মেটা। নতুন এ পরিবর্তনের আওতায় ব্যবহারকারীরা ফেসবুকে যেকোনো ভিডিও পোস্ট করলেই তা রিলস হিসেবে প্রকাশিত হবে। ফলে আর আলাদাভাবে ‘ভিডিও’ বা ‘রিলস’ এ দুটি ফরম্যাট বেছে নেওয়ার প্রয়োজন হবে না।

এক ব্লগ বার্তায় মেটা জানিয়েছে, ফেসবুক এখনো লাইভসহ সব ধরনের ভিডিওর জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ব্যবহারকারীদের জন্য রিলস তৈরি, শেয়ার ও খোঁজার প্রক্রিয়া আরও সহজ করতে নতুন এই পরিবর্তন বিশ্বব্যাপী ধাপে ধাপে চালু করা হবে। বর্তমানে ফেসবুকে রিলসের দৈর্ঘ্য সর্বোচ্চ ৯০ সেকেন্ড। তবে নতুন এই সিদ্ধান্তের আওতায় রিলসের সময়সীমা বাড়ানো হবে। ফলে ব্যবহারকারীরা আরও দীর্ঘ ভিডিও রিলস হিসেবে শেয়ার করতে পারবেন।

মেটা জানিয়েছে, ফেসবুক অ্যাপে ‘ভিডিও’ ট্যাবের নাম বদলে রাখা হবে ‘রিলস’। যদিও এতে ভিডিওর ধরন বা কনটেন্ট সুপারিশ পদ্ধতিতে কোনো পরিবর্তন আনা হবে না। মেটা এখনো বৈচিত্র্যপূর্ণ বিষয়বস্তু ও বিভিন্ন দৈর্ঘ্যের ভিডিওকে গুরুত্ব দেয়। নতুন এই হালনাগাদ ব্যবহারকারীদের ভিডিও দেখার অভ্যাস বা সুপারিশের ধরনে কোনো প্রভাব ফেলবে না।

সম্প্রতি মুঠোফোন ব্যবহারকারীদের জন্য ফেসবুকে ফুল স্ক্রিন ভিডিও প্লেয়ার চালু করেছে মেটা। পাশাপাশি প্রতিষ্ঠানটি ইনস্টাগ্রাম রিলসেও নতুন সুবিধা যুক্ত করছে। এরই ধারাবাহিকতায় গত জানুয়ারি মাস থেকে ইনস্টাগ্রামে সর্বোচ্চ তিন মিনিট দৈর্ঘ্যের রিলস প্রকাশের সুযোগ চালু হয়েছে।

সূত্র: দ্য ভার্জ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রক শ ফ সব ক র ধরন

এছাড়াও পড়ুন:

বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়নের মৃত্যু

২৬ জুলাই ২০২৪, প্যারিসের টুইলারি বাগান। আকাশে ঝিরঝিরে বৃষ্টি। সেই বৃষ্টিভেজা সন্ধ্যাতেই জ্বলে উঠেছিল অলিম্পিক মশাল। শতবর্ষ পার করা চার্লস কস্তের জীবনে সেটাই ছিল ‘সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি’। সেদিন তিনি হাতে থাকা মশাল তুলে দিয়েছিলেন ফরাসি অলিম্পিয়ান টেডি রিনারের হাতে।

প্যারিস অলিম্পিক শুরুর প্রায় এক মাস আগে আয়োজকদের কাছ থেকে ফোন পেয়েছিলেন তিনি। অনেকটা নিভৃতেই তাঁকে জানানো হয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে মশালবাহকদের একজন হবেন তিনি।

১০১ বছর বয়সী সেই চার্লস কস্তে আর নেই। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিয়ানা ফেরারি গতকাল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে বিদায় নিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন।

১৯২৪ সালের ৮ ফেব্রুয়ারি জন্ম নেওয়া কস্তে ছিলেন ট্র্যাক সাইক্লিস্ট। ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে ছেলেদের টিম পারস্যুট ইভেন্টে তিনি জেতেন স্বর্ণপদক।

২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্ধোধনী অনুষ্ঠানে টেডি রেনার ও মেরি জোজের মশাল প্রজ্জ্বলন করছেন চার্লস কস্তে

সম্পর্কিত নিবন্ধ