Risingbd:
2025-11-04@01:31:00 GMT

সাভারে পোশাক কারখানায় ডাকাতি

Published: 21st, June 2025 GMT

সাভারে পোশাক কারখানায় ডাকাতি

ঢাকার সাভারে একটি তৈরি পোশাক কারখানায় ডাকাতি হয়েছে। ডাকাত দল কারখানা থেকে প্রায় এক কোটি টাকার মালামাল লুট করেছে বলে দাবি কারখানা কর্তৃপক্ষের।

শনিবার (২১ জুন) ভোররাতে উপজেলার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় হক অ্যাপারেল্স অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামের কারখানায় নিটিং সেকশন ও গোডাউনে এই ঘটনা ঘটে।

কারখানার কর্মকর্তারা জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ১৫ থেকে ১৬ জনের একটি ডাকাত দল দেয়াল টপকে কারখানার ভেতরে প্রবেশ করে। এ সময় নিটিং সেকশনের দুই অপারেটর ও দুই নিরাপত্তারক্ষীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে ডাকাতেরা। পরে গোডাউন থেকে ১০ টন ফেব্রিক্স, ৫ টন সূতাসহ প্রায় কোটি টাকার মালামাল লুটে নেয়।

কারখানার জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন) নজরুল ইসলাম বলেন, ‘‘ডাকাতদের সঙ্গে দুটি পিস্তল, রামদাসহ দেশীয় অন্ত্র ছিল। মুখে মাস্ক থাকলেও তারা গোডাউনের ফেব্রিক্স দিয়ে পুরো মুখমণ্ডল ঢেকে নিয়েছিল।’’

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) সফিকুল ইসলাম সুমন বলেন, ‘‘কারখানা কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/সাব্বির/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ