রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো ঐতিহাসিক পলাশী দিবস পালিত হয়েছে।

সোমবার  (২৩ জুন) দিবসটি উপলক্ষে রাবির সেন্টার ফর হেরিটেজ স্টাডিজের উদ্যোগে আয়োজিত মৌন মিছিলের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার উপাচার্য ড. ইফতিখারুল আলম মাসউদের সভাতিত্বে ও উত্তরণ প্রকাশের প্রকাশক মহব্বত হোসেন মিলনের সঞ্চালনায় মৌন শেষে বক্তব্য দেন, উপ-উপাচার্য (প্রশাসন) ড.

মাঈন উদ্দীন, উপ-উপাচার্য উপাচার্য (শিক্ষা) ড. ফরিদ উদ্দীন খান, প্রক্টর উপাচার্য ড. মাহাবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক প্রমুখ।

আরো পড়ুন:

শার্ট ও ক্যাপ পরিয়ে বান্ধবীকে হলে নিয়ে রাত্রিযাপন রাবি ছাত্রের

নিরাপত্তার কারণে রাবি উপাচার্যের পাকিস্তান সফর বাতিল

অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জিএম শফিউর রহমান, চারুকলা বিভাগের অধ্যাপক ড. হীরা সোবহান, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সাকিব মৃধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেশকাত চৌধুরী মিশু, উর্দু বিভাগের প্রাক্তন শিক্ষার্থী জাকির হোসেন, ছাত্র ফেডারেশন রাবি শাখার সাবেক সভাপতি রায়হান আলী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ২৩ জুনের ইতিহাস আমাদের জন্য একটা বড় শিক্ষা। আমাদের ঘরের ভেতরের শত্রু এবং মিত্র চিহ্নিত করতে হবে। ঐতিহাসিক মুহূর্তে যারা নিজেদের ক্ষুদ্র স্বার্থে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের পরিণতি মানুষ শত বছরের বিবর্তনেও ঘৃণার সঙ্গে স্মরণে রাখবে।

বক্তারা আরো বলেন, আমাদের জাতীয় স্বার্থকে রক্ষার জন্য জাতীয় ঐক্যকে অটুট রাখতে হবে। জাতিকে সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে উন্নত করতে আমাদের সাম্প্রতিক ইতিহাসের পাশাপাশি শেকড়ে থাকা ঐতিহাসিক ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের সত্যিকারের সোনার বাংলা গঠনের পথে অগ্রসর হতে হবে।

১৭৫৭ সালের ২৩ জুন ঐতিহাসিক পলাশীর প্রান্তরে কিছু কুচক্রী ও ষড়যন্ত্রকারীর চক্রান্তে প্রহসনের মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে। তার পরাজয়ের মাধ্যমে ভারতবর্ষে প্রায় ২০০ বছরের জন্য স্বাধীনতার সূর্য স্তিমিত হয়। ভারতবর্ষের ক্ষমতা দখল করে নেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।

ঢাকা/ফাহিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপ চ র য আম দ র

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ