জমকালো আয়োজনের মধ্যদিয়ে হাজীগঞ্জ প্রিমিয়ার লিগ - ২০২৫ ( সিজন - ১ ) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। 

মঙ্গলবার ( ২৪ জুন) সন্ধ্যা সাতটায় শহরের হাজীগঞ্জ মডেল কিন্ডারগার্টেন মাঠে উদয়ন গ্রুপের আয়োজনে ও পদক্ষেপ পাঠাগারের সৌজন্যে এই টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়। 

মহানগর ১১নং ওয়ার্ড যুবদল নেতা তৈমুন আলম রোকন ও রবিউল ইসলাম রবিনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, বিশিষ্ট সমাজসেবক ডাঃ রফিকুল ইসলাম, মহানগর যুবদলের ১ম যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, সদস্য আশিকুর রহমান অনি, মহানগর ছাত্রদলের সাবেক সহ- সভাপতি নাজিম পারভেজ অন্তু। 

আরও উপস্থিত ছিলেন, আঃ মালেক নান্টু, আরিফুর রহমান নয়ন, মো.

সেলিম, রেজাউল করিম রেজা, রবিউল ইসলাম, নাসের হক ইমন, মো. মিন্টুসহ অনেকেই। 

উল্লেখ্য: ফাইনাল খেলায় হাজীগঞ্জ তরুণ সংঘ বনাম এসিআই পানির কল লিজেন্ডস মধ্যে ফাইল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় টসে জিতে এসিআই পানির কল লিজেন্ডস ৭৮রান সংগ্রহ করেন। হাজীগঞ্জ তরুণ সংঘ ৭৯ রান তারা করতে নেমে সবকয়টি উইকেট হারিয়ে ৩৮ রান সংগ্রহ করে। ফলে পানির কল লিজেন্ডস ৪০ রানে হাজীগঞ্জ তরুণ সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ