রাজধানীতে মাদকের অন্যতম ‘হটস্পট’ মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে চলতি মাসের প্রথম সপ্তাহে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় জব্দ করা হয় মাদক বিক্রির ২ কোটি ৪৫ লাখ টাকা। এই টাকা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের জি ব্লকের একটি ফার্মেসিতে রাখা ছিল।

সেখানকার শীর্ষ মাদক কারবারি ভূঁইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল ওই টাকা রাখতে বাধ্য করেছিল বলে দাবি করেন ফার্মেসির মালিক। এই অভিযান থেকে ধারণা পাওয়া যায়, ক্যাম্পে কী পরিমাণ মাদক কেনাবেচা হয়। এ কারণেই বারবার অভিযান চালিয়ে একের পর এক কারবারিকে গ্রেপ্তার করা হলেও বন্ধ হয় না ক্যাম্পের মাদক কারবার।

বিগত এক দশকে দাপটের সঙ্গে ক্যাম্পে মাদক কারবার চালিয়ে আসা ভূঁইয়া সোহেল, চুয়া সেলিম ও সৈয়দপুরিয়া বাবুসহ ‘মাদক মাফিয়া’দের অনেককেই গত কয়েক মাসে গ্রেপ্তার করা হয়েছে। তবে থেমে নেই মাদক কারবার। শুধু পুরোনোর বদলে এসেছে নতুন মুখ। রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা নিয়ন্ত্রণ নিয়েছে ক্যাম্পের। 

এদিকে মামলার বোঝা মাথায় থাকলেও গ্রেপ্তারের কয়েক মাসের মধ্যে জামিন পেয়েছে ভূঁইয়া সোহেল ও চুয়া সেলিম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ‘চিহ্নিত’ হওয়ায় তারা এখন সামনে আসছে না। তবে ‘শান্তি গ্রুপ’ নামে একটি পুরোনো মাদক কারবারি চক্রকে নেপথ্যে থেকে পরিচালনা করছে। চক্রটি প্রায় দেড় দশক নিষ্ক্রিয় ছিল। এখন তারা সৈয়দপুরিয়া বাবুর অবর্তমানে তার স্থানটি দখল করেছে। তারা ক্যাম্পের ৭ নম্বর সেক্টর, সি-ব্লক, স্কুল গলি ও স্পোর্টিং ক্লাব এলাকায় মাদক কারবার চালাচ্ছে। এই চক্রে আছে পোপলা মুন্না, পিচ্চি ইমরান, বেজি নাদিম, রহমত, রসুল, আজম, সগীর, দাগী রুবেল ও সাঈদ। 

এ বিষয়ে ক্যাম্পের নন লোকাল রিলিফ কমিটির নবনিযুক্ত চেয়্যারম্যান মুরাদ কাদেরী সমকালকে বলেন, ক্যাম্পে কারা মাদক কারবার চালায়, তা প্রশাসন জানে। তবে দেখা যায়, অভিযান শুরুর আগেই মাদক কারবারের হোতারা খবর পেয়ে সটকে পড়ে। অভিযানে ধরা পড়ে ছোটখাটো বিক্রেতা আর নিরপরাধ মানুষ। ফলে কারবার বন্ধ হয় না। 

সরেজমিন জানা যায়, ভূঁইয়া সোহেল আড়ালে থাকলেও তার ভাই টুনটুন কারবারের হাল ধরেছে। তার নেতৃত্বে একটি দল ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের আলফালাহ মডেল ক্লিনিক এলাকার হেরোইন, ইয়াবা ও গাঁজা বিক্রি করে। সেই সঙ্গে মেলে । 

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, জেনেভা ক্যাম্পে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সব মাদক কারবারিকে আইনের আওতায় আনা হবে। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ