চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘চায়নাওয়াক: টুওয়ার্ডস মডার্নাইজেশন–সিচাং ট্যুর। বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের সাংবাদিকদের একত্র করেছে এ আয়োজন।

শুক্রবার (২৭ জুন) সকালে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে চমকপ্রদ লাসা রেলওয়ে স্টেশনে, এটি সিচাংয়ের আধুনিকায়ন ও উন্নয়নের শক্তিশালী প্রতীক। চায়না মিডিয়া গ্রুপ ও সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রচার বিভাগ যৌথভাবে এই ট্যুরের আয়োজন করেছে।

চায়না মিডিয়া গ্রুপ সিএমজির আয়োজনে বাংলাদেশ, ভারত, নেপাল, কম্বোডিয়া ও মঙ্গোলিয়া থেকে আগত মূলধারার গণমাধ্যমকর্মীদের স্বাগত জানানো হয়েছে এতে। চীনের চলমান অগ্রগতি প্রত্যক্ষ করানোর পাশাপাশি সিচাংয়ের আধুনিকায়নের অগ্রযাত্রা আন্তর্জাতিক মিডিয়ার কাছে তুলে ধরা এই ট্যুরের লক্ষ্য।

আরো পড়ুন:

মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান তিন টি-টোয়েন্টি

ভারতের পুশইন: ‘এই দেশ আমার কিন্তু আমি এই দেশের নই’

এ বছরের ট্যুরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমজির সিজিটিএনের কার্যনিবাহী উপ সম্পাদক আন শিয়াও ইয়ু এবং সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের পার্টি কমিটির প্রচার বিভাগের উপ-প্রধান হ্য রুইসহ শতাধিক অতিথি।

শুধু নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একটি ভ্রমণই নয়, এই ভ্রমণ মিডিয়ার ঐক্য, সংলাপ এবং আধুনিকায়নের উদাহরণ হিসেবেও কাজ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

ঢাকা/হাসান/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নতুন কর্মসূচি 

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আগামী শুক্র ও শনিবার (১৯ ও ২০ সেপ্টেম্বর) গণস্বাক্ষর সংগ্রহ এবং রবি ও সোমবার (২১ ও ২২ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অর্ধদিবস অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা এম এ সালাম নতুন কর্মসূচি ঘোষণা করেন।

এম এ সালাম বলেছেন, “বাগেরহাটের চারটি আসন অক্ষুণ্ন রাখার দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আদালতের প্রতি আমাদের আস্থা আছে, তবে জনগণের দাবি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

এর আগে আসন কমানোর প্রতিবাদে জেলা জুড়ে হরতাল, বিক্ষোভ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। পাশাপাশি উচ্চ আদালতে রিট করা হয়েছে।

ঢাকা/শহিদুল/রফিক

সম্পর্কিত নিবন্ধ