জুলাই থেকে কুয়েতে এক্সিট পারমিট বাধ্যতামূলক
Published: 27th, June 2025 GMT
কুয়েতের বাইরে যাওয়ার ২৪ ঘণ্টা থেকে ৭ দিন আগে এক্সিট পারমিট আবেদন করতে হবে।  
দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পয়লা জুলাই থেকে কুয়েতের বাইরে যাওয়ার ২৪ ঘণ্টা থেকে ৭ দিন আগে এক্সিট পারমিটের জন্য আবেদন করতে হবে। কারণ ওই সিস্টেমে ডকুমেন্ট এর বৈধতা সীমিত সময়ের জন্য রাখা হয়েছে।
কর্মকর্তারা জানান, প্রবাসীরা তাদের প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় ছুটির জন্য এক্সিট পারমিট চাইতে পারবেন।
আরো পড়ুন:
চায়নাওয়াক: টুওয়ার্ডস মডার্নাইজেশন–সিচাং ট্যুর উদ্বোধন
মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান তিন টি-টোয়েন্টি
কুয়েতে বেসরকারি খাতে নিয়োজিত বিদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগে বহির্গমন পারমিট পেতে, কর্মীদের প্রথমে সাহেল আবেদনের মাধ্যমে একটি অনুরোধ করতে হবে (ব্যক্তিগত বিবরণ, ভ্রমণের তারিখ এবং পরিবহনের পদ্ধতিসহ)। তারপর তাদের নিয়োগকর্তাকে আস-হাল পোর্টালের মাধ্যমে অনুরোধটি অনুমোদন করতে হবে। অনুমোদিত হয়ে গেলে, কর্মচারীর সাহেল আবেদনে তাৎক্ষণিকভাবে প্রস্থান পারমিট পাওয়া যাবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, যদি কোনো নিয়োগকর্তা বৈধ কারণ ছাড়াই অনুরোধের উত্তর দিতে ব্যর্থ হন বা প্রত্যাখ্যান করেন, তাহলে ওই নিয়োগকর্তার অধীনস্থ কর্মী অভিযোগ দায়ের করার জন্য জনশক্তি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন।
উল্লেখ্য, কুয়েতে প্রায় তিন লাখ বাংলাদেশি রয়েছেন।
ঢাকা/হাসান/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রব স র জন য
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।