বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল কিনতে আগ্রহী দেখিয়েছেন শায়ান্স গ্লোবাল নামক বাংলাদেশি একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানটির মালিক আহমেদ জামিল নিজেই জানিয়েছেন বিপিএলে দল কেনার কথা। 

সোমবার (৩০ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে আসেন আহমদ জামিলসহ একদল প্রতিনিধি। তারা নোয়াখালীর নামে ফ্র্যাঞ্চাইজি কিনতে চান।  

নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি প্রসঙ্গে জামিল বলেন, “আমরা নোয়াখালীর নামে কিনতে চাই। অন্য কোন নাম হলে নেব না। নোয়াখালীকে প্রমোট করতে চাই।”

আরো পড়ুন:

বিপিএলের লাভের অংশ ও প্রাইজমানি অনুমোদন দিল বিসিবি

সল্ট-কোহলি-পাড়িক্কলের ব্যাটে বেঙ্গালুরুর বড় জয়

আজ চলমান বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত আসবে এই নামে ফ্র্যাঞ্চাইজি আসছে কী না, “একটা বোর্ড মিটিং আছে। সেই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত আসবে নতুন ফ্র্যাঞ্চাইজি নেবে কিনা এবং নিলেও কি কি ডকুমেন্ট লাগবে ওনারা আমাদের জানাবে।’’

“আমরা আমাদের দিক থেকে মোটামুটি প্রস্তুত, যে ডকুমেন্টগুলো লাগে আমরা সেগুলো রেডি করে রেখে দিয়েছি। আমরা আশা করছি, ওনারা আমাদের আবেদন গ্রহণ করবে এবং নোয়াখালীর মানুষের স্বপ্ন পূরণ করবে”- আরও যোগ করেন জামিল।

বিপিএল নিয়ে বিতর্কের শেষ নেই। নতুন চেয়ারম্যান হয়েছেন মাহবুব আনাম। শোনা যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জায়গায় নোয়াখালীকে নেওয়া হতে পারে। 

ঢাকা/রিয়াদ/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল ফ র য ঞ চ ইজ ব প এল

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ