‘অলৌকিক ওষুধ’ খেয়ে জোকোভিচ দ্বিতীয় রাউন্ডে
Published: 2nd, July 2025 GMT
উইম্বলডনে গতকাল প্রথম রাউন্ডে আলেক্সান্দ্রে মুলারকে ৬-১, ৬-৭ (৭/৯), ৬-২, ৬-২ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সার্বিয়ান কিংবদন্তি নোভাক জোকোভিচভ। ফিলিপাইনের আলেক্সান্দ্রা এয়ালাকে ৩-৬, ৬-২, ৬-১ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন মেয়েদের এককে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বারবারা ক্রেইচিকোভা। ইউক্রেনের দায়ানা ইসত্রেমেস্কার কাছে ৭-৬ (৭/৩), ৬-১ গেমে হেরে বিদায় নিয়েছেন গত মাসে ফ্রেঞ্চ ওপেনজয়ী কোকো গফ।
উইম্বলডনে মেয়েদের এককে দ্বিতীয় বাছাই যুক্তরাষ্ট্রের কোকো গফ গতকাল প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন। র্যাঙ্কিংয়ে ৪২তম ইউক্রেনের দায়ানা ইসত্রেমেস্কার কাছে মাত্র ৭৮ মিনিটের লড়াইয়ে ৭–৬ (৭/৩), ৬–১ গেমে হেরেছেন গত মাসে ফ্রেঞ্চ ওপেনজয়ী গফ।
বিদায়বেলায় অশ্রুসিক্ত গফ স্বীকার করেন, ফ্রেঞ্চ ওপেনে ক্লে কোর্ট থেকে উইম্বলডনের ঘাসের কোর্টে ভালোভাবে মানিয়ে নিতে পারেননি। গফের বিদায়ের মধ্য দিয়ে কাল একটি অপ্রত্যাশিত রেকর্ডও হয়েছে। উইম্বলডনের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ছেলে ও মেয়েদের একক মিলিয়ে শীর্ষ ১০ বাছাইয়ের মধ্যে চারজন বিদায় নিলেন প্রথম রাউন্ড থেকে।
আরও পড়ুনউইম্বলডনে জয়ে ছিল কোটিপতি হওয়ার সুযোগ, ছাত্র হওয়ায় লাখপতি হতে হচ্ছে০১ জুলাই ২০২৫এর আগে ছেলেদের তৃতীয় বাছাই আলেক্সান্দার জভেরেভ, মেয়েদের তৃতীয় বাছাই জেসিকা পেগুলা এবং মেয়েদের পঞ্চম বাছাই ও অলিম্পিক চ্যাম্পিয়ন চীনের ঝেং কিনওয়েনও হেরে প্রথম রাউন্ড থেকে বিদায় নেন।
রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লামের খোঁজে গতকাল সেন্টার কোর্টে নামা সাতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ অবশ্য উঠেছেন দ্বিতীয় রাউন্ডে। র্যাঙ্কিংয়ে ৪১তম ফ্রান্সের আলেক্সান্দ্রে মুলারকে প্রথম রাউন্ডে ৬–১, ৬–৭ (৭/৯), ৬–২, ৬–২ গেমে হারিয়েছেন সার্বিয়ান এই ষষ্ঠ বাছাই। দ্বিতীয় সেটের খেলা চলাকালে পেটের ব্যথায় ভুগেছেন জোকোভিচ এবং জয়ের পর স্বীকার করেন, ম্যাচটি তাঁর জন্য কঠিন হয়ে উঠেছিল। নিজস্ব ব্র্যান্ডের ইলেকট্রোলাইট পানীয়র সঙ্গে ওষুধ খাওয়ার পর ছন্দে ফেরেন ছেলেদের এককে রেকর্ড ২৪ গ্র্যান্ড স্লামজয়ী কিংবদন্তি।
ম্যাচ চলাকালীন ওষুধ খান জোকোভিচ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ ব ত য় র উন ড আল ক স ন দ র উইম বলডন দ র একক
এছাড়াও পড়ুন:
আলকারাজের সঙ্গে প্রেমের গুঞ্জন, রাদুকানু কী বললেন
আগামীকাল শুরু হচ্ছে বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম উইম্বলডন। এ উপলক্ষেই সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন এমা রাদুকানু। বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার পর শেষ মুহূর্তে এক সাংবাদিক রাদুকানুকে জিজ্ঞাসা করেন, কার্লোস আলকারাজের সঙ্গে আপনার সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যায়। আসলে সম্পর্কটা কী?
প্রশ্নটা শুনেই হেসে দিলেন রাদুকানু। এমন একটা প্রশ্ন যে উঠতে পারে, সেটা হয়তো অনুমানও করছিলেন তিনি। গুঞ্জন ওঠার মতো নানা উপাদানই তো যোগ হয়েছে গত কিছুদিনে।
গত শুক্রবার দুজনকে একসঙ্গে অনুশীলন করতে দেখা গেছে। পরে আলকারাজ জানিয়েছেন, আগস্টে ইউএস ওপেনে জুটি বেঁধে মিশ্র দ্বৈতে অংশ নেবেন তাঁরা। এরও আগে কুইনস ক্লাবে এইচএসবিএস চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে আলকারাজের ম্যাচের সময় তাঁর জন্য রাদুকানুকে উল্লাস করতে দেখা গেছে। এর বাইরে দুজন একসঙ্গে একটি পণ্যের বাণিজ্যিক অনুষ্ঠানেও উপস্থিত হয়েছেন।
আরও পড়ুনপ্রত্যাবর্তনের মহাকাব্যিক গল্প লিখে আবারও লাল দুর্গের রাজা আলকারাজ০৮ জুন ২০২৫আলকারাজের সঙ্গে রাদুকানুর সম্পর্ক নিয়ে ফিসফাস যত বেড়েছে, ততই দুজনকে একত্রে দেখার ঘটনা বাড়ায় গুঞ্জনও বেশ জোরালো হয়েছে। আর তাই এটি সাংবাদিকের প্রশ্ন হয়ে ছুটে গেছে রাদুকানুর উইম্বলডন সংবাদ সম্মেলনে।
আলকারাজের খেলা দেখছেন রাদুকানু