পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার একটি কবরস্থানের কবর খুঁড়ে ২১টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর ধারণা, বৃহস্পতিবার (৩ জুলাই) মধ্যরাতে বিরাহিমপুর কবরস্থান থেকে চোররা কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করেছে। 

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার (৪ জুলাই) সকালে বিরাহিমপুর কবরস্থানে কবর জিয়ারত করতে যান মৃত ব্যক্তিদের স্বজনরা। তারা কবরের ওপরের মাটি ও বাঁশের চরাট সরানো অবস্থায় দেখতে পান। ভালো করে পর্যবেক্ষণ করে তারা দেখতে পান, কবরের ভেতেরে কঙ্কাল নেই। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে যায় পুলিশ। 

স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন ও মনিরুল ইসলাম জানান, তাদের আত্মীয়-স্বজনকে কবরস্থানে দাফন করা হয়েছে। তারা প্রতি শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়ে কবর জিয়ারত করতে যান। আজ সকালে এসে তারা দেখতে পান কবরের মাটি খোঁড়া এবং বাঁশের চরাট সরানো। কবরের ভেতর ভোলো করে তাকিয়ে তারা দেখেন, কঙ্কাল নেই, অধিকাংশের মাথার খুলি নেই। তাদের আশঙ্কা, একটি চক্র মাথার খুলিগুলো চুরি করে নিয়ে গেছে। 

আরো পড়ুন:

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এসিড নিক্ষেপ, দগ্ধ ৩

হোটেলে ২ নারীর ওপর হামলাকারীরা শনাক্ত, গ্রেপ্তারে পুলিশের অভিযান

আমিনপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, “পুলিশ কবরস্থানটি পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। চক্রটিকে চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি।” 

এর আগে, একই উপজেলার খাস আমিনপুর ও সাঁথিয়া উপজেলার রাজাপুর এলাকার দুইটি কবরস্থান থেকে কিছু কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

ঢাকা/শাহীন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ কবরস থ ন র কবর কবর র

এছাড়াও পড়ুন:

বিএনপির আস্থায় দুই বেয়াই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় স্থান পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা

পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় 

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। অপরদিকে, মাগুরা-২ আসনে ধানের শীষে লড়বেন নিতাই রায় চৌধুরী।

গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলে অমিতাভ রায়ের সঙ্গে নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায়ের বিয়ে হয়েছে। তারা সম্পর্কে দুজন বেয়াই।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ