‘রনিতকে লাথি মেরে গাড়ি থেকে বাইরে ফেলে দিই’
Published: 4th, July 2025 GMT
আমির খান অভিনীত বলিউড সিনেমা ‘লগান’। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এটি। আশুতোষ গোয়াড়িকর নির্মিত সিনেমাটি আমির খানের অভিনয় জীবনের অন্যতম সেরা কাজও। এটি ২০০১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।   
আমির খান প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’। ২০০০ সালে গুজরাটের ভুজে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হয়। একই বছর ‘কে.                
      
				
কয়েক দিন আগে সাইরাস নামে একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন অপূর্ব। এ আলাপচারিতায় এই পরিচালক জানান, ‘লগান’ সিনেমার শুটিংয়ের সময়ে রনিত রায়কে লাথি মেরে গাড়ি থেকে ফেলে দিয়েছিলেন। কী কারণে এমন ঘটনা ঘটিয়েছিলেন তার বিস্তারিত জানিয়েছেন এই নির্মাতা।
আরো পড়ুন:
‘কিল বিল’ তারকা মাইকেল মারা গেছেন
একই দিনে ঢাকায় ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ও ‘২৮ ইয়ারস লেটার’
‘লগান’ সিনেমা আমির খানের প্রথম প্রযোজনা। শুটিংয়ের সময়ে তিনি কিছু নতুন নিয়ম বাস্তবায়ন করতে চেয়েছিলেন; জোর দিয়েছিলেন শুটিং চালাকালীন কঠোর শৃঙ্খলা মেনে চলার। আর অপূর্ব ছিলেন এই দায়িত্বে। প্রথম নিয়ম ছিল— সময়ানুবর্তিতা।
অপূর্ব জানান, প্রথম নিয়মটি বাস্তবায়ন করতে চেয়েছিলেন তিনি। তিনি সিদ্ধান্ত নেন, সবাইকে একটি বাসে করে শুটিং সেটে নিয়ে যাওয়া হবে। বাসটি কারো জন্য পাঁচ মিনিটের বেশি অপেক্ষা করবে না। শুটিংয়ের তৃতীয় দিনে আমির খান আসতে দেরি করেন। ফলে আমির খানকে রেখেই চলে যাওয়ার সিদ্ধান্ত নেন অপূর্ব।
অপূর্ব লাখিয়া বলেন, “রনিত রায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন। আমির খানকে ছাড়া তিনি দরজা বন্ধ করতে অস্বীকৃতি জানান। বাস বসে থাকা সবাই আমার দিকে তাকিয়েছিলেন যে, এখন আমি কী সিদ্ধান্ত নেই তা দেখার।”
পরের ঘটনা বর্ণনা্ করে অপূর্ব লাখিয়া বলেন, “আমি রনিত রায়কে লাথি মেরে গাড়ি থেকে বাইরে ফেলে দিই। তারপর বাসটি চালু করে সেখান থেকে রওনা দিই। পুরো ইউনিট এবং অভিনয়শিল্পীরা আমার দিকে তাকিয়েছিলেন। আমার মনে আছে, যশপাল শর্মা বলেছিলেন, ‘ভাই, আপনি আগামীকাল বম্বে থাকবেন।’ আমি বলেছিলাম, ‘ঠিক আছে যদি পরিস্থিতি এমন হয়, আমি চলে যাব, অন্তত মানুষ আমাকে মনে রাখবে।”
অন্য কোনো গাড়ি না থানায় সেদিন ৯০ মিনিট পরে সেটে পৌঁছেছিলেন আমির খান। এ তথ্য উল্লেখ করে অপূর্ব বলেন, “তিনি (আমির) আমাকে কিছু বলেননি। তিনি রাগও করেননি। তিনি শুধু বলেছিলেন— ‘ভালো’।”
ঢাকা/শান্ত
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র আম র খ ন রন ত র য় আম র খ ন প রথম
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।