দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান জানিয়েছেন, তিনি মা হতে চান, তবে গর্ভে ধারণ করে নয়, সন্তান দত্তক নিয়ে। সম্প্রতি ‘ডিয়ার মা’ সিনেমার প্রচারে অংশ নিতে গিয়ে এই অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।

জয়া জানান, যুদ্ধবিধ্বস্ত কোনো এলাকা থেকে একটি শিশু দত্তক নেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি ও তার বোন। তবে প্রক্রিয়াগত জটিলতার কারণে সেটা এখনও বাস্তবায়ন হয়নি।

এই অভিনেত্রীর কথায়, “আমি সন্তান দত্তক নেওয়ায় বিশ্বাসী। চেষ্টাও করেছিলাম। যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে একটি শিশু দত্তক নিতে চেয়েছিলাম, কিন্তু অনেক জটিলতা রয়েছে।”

এ সময় জয়া দম্পতিদেরও সন্তান দত্তক নেওয়ার আহ্বান জানান। বলেন, “যাদের একটি সন্তান রয়েছে, তারা চাইলে দ্বিতীয় বা তৃতীয় সন্তান হিসেবে বাইরে থেকে দত্তক নিতে পারেন। এতে সেই শিশুটিও একটি পরিবার পাবে।”

জয়ার নতুন সিনেমা ‘ডিয়ার মা’তে তুলে ধরা হয়েছে দত্তক সন্তান ও মায়ের সম্পর্কের টানাপোড়েন। সিনেমার ট্রেলার মুক্তির পর প্রশংসা কুড়িয়েছে, এমনকি অমিতাভ বচ্চনও ট্রেলারটি শেয়ার করে শুভকামনা জানিয়েছেন।

‘ডিয়ার মা’ সিনেমাটি মুক্তি পাবে ১৮ জুলাই। সিনেমার দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন জয়া ও চন্দন রায় সান্যাল। সিনেমাটিতে আরও আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এ সিনেমায় প্রথমবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।
 

ঢাকা/রাহাত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ