হাতীবান্ধা থানা অবরুদ্ধ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ২
Published: 5th, July 2025 GMT
লালমনিরহাটের হাতীবান্ধা থানা–পুলিশকে অবরুদ্ধ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলার প্রধান আসামি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ নূরনবী কাজলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে উপজেলার পূর্ব বিছনদই (ঘন্টিবাজার) গ্রাম থেকে শাহ নূরনবীকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে শুক্রবার রাতে এই মামলায় মাহফুজার রহমান (বিপ্লব) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহ নূরনবীর (৪০) বাড়ি উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকায়। আর মাহফুজারের বাড়ি একই উপজেলার পূর্ব সিন্দুর্না গ্রামে।
প্রসঙ্গত, বুধবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুরের সময় পাশের হাতীবান্ধা থানা বিএনপির নেতা-কর্মীরা অবরুদ্ধ করে রেখেছিলেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের অভিযোগ, হাতীবান্ধা থানা থেকে পুলিশ সদস্যরা যাতে পাটগ্রামে উদ্ধার করতে যেতে না পারেন, সে জন্য তাঁদের অবরুদ্ধ করা হয়।
এ ঘটনায় গত বৃহস্পতিবার মামলা করে হাতীবান্ধা থানা-পুলিশ। উপজেলা স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাসহ ২৭ জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, গত বুধবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সুপারের নির্দেশে পাটগ্রাম থানার পুলিশকে উদ্ধারে বের হয় হাতীবান্ধা থানার পুলিশ। এ সময় পুলিশকে অবরুদ্ধ করে রাখেন স্বেচ্ছাসেবক দলের নেতা শাহ নূরনবী কাজল, মো.
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, গ্রেপ্তার দুই ব্যক্তিকে আদালতের মাধ্যমে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ হ ন রনব অবর দ ধ উপজ ল
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন