বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করেছেন থিয়ানিস অ্যাপারেলস লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা। আজ সোমবার বেলা দুইটার দিকে নগরের সিইপিজেড মোড়ে অবস্থান নিয়ে সড়কের দুই পাশ বন্ধ করে দেন তাঁরা। গত মে ও জুন মাসের বেতনের দাবিতে সড়কে অবস্থান করছেন তাঁরা।

শিল্প পুলিশ ও ইপিজেড সূত্রে জানা যায়, কারখানাটি বিভিন্ন সময় বেতন পরিশোধের আশ্বাস দিয়ে এলেও বারবার সময় পরিবর্তন করছিল। এর মধ্যে কয়েকজন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়। ফলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পাওনা বুঝে নিতে তাঁরা সড়ক অবরোধ করেছেন।

চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, কারখানাটি থেকে বেপজা কর্তৃপক্ষ ২৮ কোটি টাকা পাওনা আছে। যেহেতু পাওনা আছে, তাই কারখানাটি তাঁরা বন্ধ করে দিয়েছেন। বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করছেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ