Risingbd:
2025-09-18@01:33:39 GMT

টাঙ্গাইলের সড়কে ঝরল ৩ প্রাণ

Published: 7th, July 2025 GMT

টাঙ্গাইলের সড়কে ঝরল ৩ প্রাণ

টাঙ্গাইলের ধনবাড়ীতে সিএনজিচালিত অটোরিকশায় ধাক্কা দিয়েছে একটি বাস। এ ঘটনায় দুই নারী ও এক কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) দুপুরে ঢাকা-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাঘিল এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ধনবাড়ী থানার ওসি এস এম শহীদুল্লাহ জানান, ঢাকা হতে জামালপুর যাচ্ছিল মাহি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। বঘিল এলাকায় বাসটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা এক নারী ও এক কিশোর মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরো এক নারী মারা যান। 

আরো পড়ুন:

ভ্যানে ধাক্কা দিয়ে পথচারীকে চাপা, নিহত ২

প্রবাসীর লাশ নিয়ে ফেরার পথে প্রাণ গেল দুজনের

ঢাকা/কাওছার/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত আহত

এছাড়াও পড়ুন:

সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার পথে হাউসপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হয়েছেন।

নিহত শিক্ষার্থীর নাম মোছা. রুবিনা আফসানা (রিংকী)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতদের মধ্যে ১১ জন একই বিভাগের শিক্ষার্থী এবং একজন শিক্ষক বলে জানা গেছে।

আরো পড়ুন:

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

স্থানীয় সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে করে সাজেক যাচ্ছিল। পথে হাউসপাড়া এলাকায় উঁচু পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রুবিনা আফসানা নামের ওই শিক্ষার্থী মারা যান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘‘দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’’

ঢাকা/শংকর/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় দুরপাল্লার শিক্ষা সফর বাতিল ঘোষণা
  • সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত