টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের রেকর্ডটি ২১ বছর ধরে দখলে রেখেছেন ব্রায়ন লারা। ২০০৪ সালে অ্যান্টিগায় ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ইতিহাস গড়া অপরাজিত ৪০০ রানের ইনিংসটি।

তবে তার সেই রেকর্ডটি এখন হুমকির মুখে। দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে নেমে দ্বিতীয় দিন প্রথম সেশন শেষ করেছেন ৩৬৭ রানে অপরাজিত থেকে। আর ৩৩ রান করলেই তিনি ছুঁয়ে ফেলবেন লারার রেকর্ড। একটি রান বেশি করলে ভেঙেও দিতে পারেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তির রেকর্ডটি।

নিয়মিত অধিনায়ক কেশভ মহারাজ ইনজুরিতে পড়ায় আর্মব্যান্ড ওঠে উইয়ান মুল্ডারের বাহুতে। আর এই আর্মব্যান্ড পরে যেন বদলে গেলেন মুল্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে দ্বিতীয় টেস্ট খেলতে নেমে প্রথম দিনেই তিনি তুলে নেন ডাবল সেঞ্চুরি। অপরাজিত ছিলেন ২৬৪ রানে।

আরো পড়ুন:

ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন অধিনায়ক মুল্ডার

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন কেশব মহারাজ

আজ সোমবার (০৭ জুলাই) দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে প্রথম সেশনেই তুলে নেন ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি। ২৯৭ বলে ৩৮টি চার ও ৩ ছক্কায় স্পর্শ করেন ৩০০। দ্বিতীয় কোনো দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেন তিনি। আর অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে দ্বিতীয় কোনো ক্রিকেটার হিসেবে।

এরপর ৩২৪ বলে ৪৮টি চার ও ৩ ছক্কায় তিনি পৌঁছান ৩৫০ রানে। আর ৩৩৪ বলে ৪৯টি চার ও ৪ ছক্কায় ৩৬৭ রান নিয়ে যান মধ্যাহ্ন বিরতিতে।

তার ব্যাটে ভর করে ৫ উইকেট হারিয়ে ৬২৬ রান তুলেছে প্রোটিয়ারা।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক র ক ট র কর ড র র কর ড প রথম

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ