টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের রেকর্ডটি ২১ বছর ধরে দখলে রেখেছেন ব্রায়ন লারা। ২০০৪ সালে অ্যান্টিগায় ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ইতিহাস গড়া অপরাজিত ৪০০ রানের ইনিংসটি।

তবে তার সেই রেকর্ডটি এখন হুমকির মুখে। দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে নেমে দ্বিতীয় দিন প্রথম সেশন শেষ করেছেন ৩৬৭ রানে অপরাজিত থেকে। আর ৩৩ রান করলেই তিনি ছুঁয়ে ফেলবেন লারার রেকর্ড। একটি রান বেশি করলে ভেঙেও দিতে পারেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তির রেকর্ডটি।

নিয়মিত অধিনায়ক কেশভ মহারাজ ইনজুরিতে পড়ায় আর্মব্যান্ড ওঠে উইয়ান মুল্ডারের বাহুতে। আর এই আর্মব্যান্ড পরে যেন বদলে গেলেন মুল্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে দ্বিতীয় টেস্ট খেলতে নেমে প্রথম দিনেই তিনি তুলে নেন ডাবল সেঞ্চুরি। অপরাজিত ছিলেন ২৬৪ রানে।

আরো পড়ুন:

ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন অধিনায়ক মুল্ডার

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন কেশব মহারাজ

আজ সোমবার (০৭ জুলাই) দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে প্রথম সেশনেই তুলে নেন ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি। ২৯৭ বলে ৩৮টি চার ও ৩ ছক্কায় স্পর্শ করেন ৩০০। দ্বিতীয় কোনো দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেন তিনি। আর অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে দ্বিতীয় কোনো ক্রিকেটার হিসেবে।

এরপর ৩২৪ বলে ৪৮টি চার ও ৩ ছক্কায় তিনি পৌঁছান ৩৫০ রানে। আর ৩৩৪ বলে ৪৯টি চার ও ৪ ছক্কায় ৩৬৭ রান নিয়ে যান মধ্যাহ্ন বিরতিতে।

তার ব্যাটে ভর করে ৫ উইকেট হারিয়ে ৬২৬ রান তুলেছে প্রোটিয়ারা।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক র ক ট র কর ড র র কর ড প রথম

এছাড়াও পড়ুন:

মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার

রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।

গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।

সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।

ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’

সম্পর্কিত নিবন্ধ