বিচারক নিয়োগে আইন অনুসরণ করার দা‌বি জা‌নি‌য়ে‌ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ।

সোমবার (৭ জুলাই) এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে তি‌নি বলেন, “দীর্ঘদিন থেকে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগ বেশিরভাগই দলীয় দৃষ্টিকোণ থেকে করা হয়ে আসছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো সুপ্রীম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই।”

আরো পড়ুন:

মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আসামির আপিল শুনবেন হাইকোর্ট, অর্থদণ্ড স্থগিত

ইশরাকের শপথের সিদ্ধান্ত ইসির ওপর ছেড়ে দিলেন আপিল বিভাগ

তিনি আরো বলেন, “ইতোমধ্যে আবেদনপত্র জমাদান প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। আমরা একান্তই আশা করবো, নিরপেক্ষ ও প্রশ্নাতীত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দক্ষ, মেধাবী, দল নিরপেক্ষ এবং সাহসী বিচারক নিয়োগের মাধ্যমে আমাদের বিচার বিভাগ এক অনন্য মাত্রায় উন্নিত হবে।”

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, “বর্তমান যুগ তথ্য-প্রযুক্তির যুগ। তথ্যের অবাধ ও স্থায়ী প্রবাহ সকলের কর্মকাণ্ড ও অতীতকে মানুষের সামনে উন্মুক্ত করে রাখে। ফলে বিচারক হিসেবে যারা নিয়োগ পাবেন, তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য এবং তাদের যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া, যারা নিয়োগ পেল আর যারা নিয়োগ পেল না, তাদের যোগ্যতার মধ্যে তুলনামূলক পর্যালোচনা হবে।”

"আমরা আশা করি, তখন সুপ্রীম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মতো একটা সুন্দর পদ্ধতি বিতর্কিত হবে না। অতএব, পুরো প্রক্রিয়ার প্রতিটি পদক্ষেপ সতর্কতার সঙ্গে নিতে হবে। বিতর্ক হতে পারে এমন সকল কিছু এড়িয়ে যেতে হবে,” যোগ ক‌রেন তি‌নি।

মাওলানা ইউনুস বলেন, “আমরা অতীতের কারণে শঙ্কিত। অতিতে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে দেখা গেছে, নিয়মানুযায়ী আবেদনপত্র চাওয়া হয় ঠিকই, কিন্তু তার আগেই শর্টলিস্ট করে রাখা হয়। আবেদনপত্র চাওয়া, পরীক্ষা-সাক্ষাৎকার নেওয়া সবকিছুই হয় লোক দেখানো। এই ধরনের ছলচাতুরি করেই আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে হত্যা করা হয়েছে।”

মাওলানা ইউনুস আরো বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ আশা করে, নতুন সম্ভাবনার এই মাহেন্দ্রক্ষণে হাইকোর্টের বিচারক নিয়োগে এমন কোন ছালচাতুরি হবে না। আমরা নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ চাই বলেই পুরো প্রক্রিয়ার প্রতি সতর্ক নজর রাখবো। আমরা নিয়োগ শেষে সংশ্লিষ্টদের ধন্যবাদ দিতে চাই। সচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার মাধ্যমে আমাদের ধন্যবাদ দেওয়ার সুযোগ করে দিন।”

ঢাকা/নঈমুদ্দীন/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব চ রক ন প রক র ইউন স

এছাড়াও পড়ুন:

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ

পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘এক্সিকিউটিভ শেফ’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইল, সরাসরি বা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম: এক্সিকিউটিভ শেফ

যোগ্যতা: কালিনারি আর্ট/ ফুড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে কমপক্ষে এইচএসসি/ ডিপ্লোমা পাস। এ ছাড়া কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৫০ বছর
বেতন: আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা।

যেভাবে আবেদন

আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত এই [email protected] ই-মেইলে পাঠানো যাবে। এ ছাড়া সদ্য তোলা ছবি, জীবনবৃত্তান্তসহ সশরীর বা ডাকযোগে আবেদনপত্র পাঠানো যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

পিপল অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্ট, প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকা, ১০৭, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা-১২১৫।

আবেদনের শেষ সময়

২০ জুলাই, ২০২৫।

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ