ফেনীর অধিকাংশ এলাকা থেকে নেমে গেছে বন্যার পানি। আশ্রয়কেন্দ্র ছেড়েছেন বেশির ভাগ মানুষ। পানি নামার সঙ্গে স্পষ্ট হতে শুরু করেছে বন্যার ক্ষত। বন্যার কারণে ১০ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। তবে আজ রোববার আবার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

জেলা প্রশাসন জানিয়েছে, বন্যার কারণে জেলার ৮৩টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন ৮ হাজার ৯৬৬ জন। এর মধ্যে ৮ হাজার ৪৫ জন গতকাল শনিবার দুপুরের আগেই আশ্রয়কেন্দ্র ছাড়েন। এরপর রাতে আরও শতাধিক মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়েছেন। বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া কিছু মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফেনীর বেশির ভাগ এলাকায় ঘরবাড়ি থেকে বন্যার পানি নেমে গেছে। তবে কিছু নিচু এলাকায় পানি জমে রয়েছে। মূলত পানি সরার মতো ব্যবস্থার অপ্রতুলতার কারণে এসব জলজট তৈরি হয়েছে। পাঁচ উপজেলায় কিছু গ্রামীণ সড়ক এখনো পানিতে তলিয়ে রয়েছে। এর বাইরে খাল-বিলে এখনো বন্যার পানি রয়েছে।

জেলার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ এবং জেলা প্রশাসনের প্রাথমিক হিসাব অনুযায়ী, বন্যায় পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় ২ হাজার ৩৫০টির বেশি মাছের ঘের ও পুকুর ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ৬৫৫ হেক্টর আমন বীজতলা। প্রাণিসম্পদ খাতে ৩ উপজেলায় ৬৪ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া সড়ক ও অন্যান্য অবকাঠামোরও ক্ষতি হয়েছে ব্যাপক। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা কাজ করছেন।

সম্প্রতি টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রবল চাপে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের ১২টি স্থানে ভেঙে লোকালয় প্লাবিত হয়। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা বলছেন, বন্যার পানি কমলেও ক্ষয়ক্ষতির কারণে মানুষ দুর্ভোগে রয়েছেন। ক্ষতিগ্রস্ত ঘর বসবাসের উপযোগী করতে ৮-১০ দিন সময় লাগবে। পরশুরাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বাউর পাথর গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক মোহাম্মদ সাইফুল বলেন, তিনি আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরে দেখেন ঘরের বেহাল অবস্থা। টিনশেডের ঘরটির ভেতরে থাকা সব মালপত্র নষ্ট হয়ে গেছে। এখন ঘর সংস্কার করার মতো প্রয়োজনীয় টাকাও তাঁর কাছে নেই। ঘরে কোমরপানি উঠেছিল বলে জানান সাইফুল ইসলাম।

বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের সীমান্তবর্তী কমুয়া-দক্ষিণ তারালিয়া সড়ক। আজ সকালে তোলা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বন য র প ন উপজ ল

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ