বিমান দুর্ঘটনায় নিহত মাসুকার দাফন সম্পন্ন
Published: 22nd, July 2025 GMT
একটি দুর্ঘটনা বদলে দিয়েছে সবকিছু। নিভে গেল এক জীবন প্রদীপ, থেমে গেল এক সংগ্রামী পথচলা। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর একটি প্রশিক্ষণ বিমানের ভয়াবহ দুর্ঘটনায় দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন কলেজের ইংরেজি বিভাগের সবার প্রিয় শিক্ষিকা ব্রাহ্মণবাড়িয়ার মাসুকা বেগম নিপু (৩৪)।
মাসুকা বেগম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকূট চৌধুরী বাড়ির সিদ্দিক আহমেদ চৌধুরীর মেয়ে। তিন ভাই-বোনের মধ্যে নিপু সবার ছোট ছিলেন।
দীর্ঘ ৭ বছর ধরে মাইলস্টোন কলেজে শিক্ষকতা করছিলেন তিনি। শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন একজন বন্ধু, অভিভাবক ও নির্ভরতার প্রতীক।
আরো পড়ুন:
মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ সায়ান ইউসুফের মৃত্যু, লক্ষ্মীপুরে দাফন
নাইক্ষ্যংছড়িতে অপহরণের পর হত্যা, গ্রেপ্তার ৩
সোমবার (২১ জুলাই) দুপুরে যখন একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিধ্বস্ত হয়, তখন মাসুকা বেগম ক্লাস শেষে শিক্ষক কক্ষে ফিরছিলেন। দুর্ঘটনায় ছড়িয়ে পড়া আগুনে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়ার পর চিকিৎসকরা চেষ্টা চালালেও শেষ রক্ষা হয়নি। রাতেই পৃথিবী থেকে বিদায় নেন তিনি।
জীবনের শেষ অধ্যায়েও ছিলেন মাটির কাছাকাছি। মৃত্যুর আগে সহকর্মীদের বলেছিলেন, “আমার মৃত্যু হলে যেন আমাকে আমাদের সোহাগপুর গ্রামের মাটিতে কবর দেওয়া হয় এবং প্রথমেই আমার বড় বোন পাপড়ি রহমানের কাছে যেন লাশটি হস্তান্তর করা হয়।”
এমনটি জানিয়েছেন মাসুকা বেগমের ভাগনী নিধি। খালার খুব কাছের ছিলেন তিনি। তিনি বলেন, “ঘটনাটি শোনার পর খালার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার পর জানতে পারি ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটের আইসিউতে ভর্তি রয়েছেন এবং শ্বাসনালী, ফুসফুসসহ ৪৫% পর্যন্ত জ্বলে গিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে খবরটি আসে। সেই সময় আমার এক মামা ও বোন হাসপাতালে গিয়ে খালাকে খুঁজে পান এবং তারা ফোনে জানান অবস্থার অবনতি হচ্ছে। রাত যখন ১২টা ২০ মিনিট, তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, আমার খালা মারা গেছে।”
স্মৃতি কাতর হয়ে নিধি আরো বলেন, “মাসুকা খালার ব্যবহারে মনে হত, তিনিও আমাদের আরেকজন মা। খালা কখনই বিবাদে লিপ্ত হতেন না। খালার ইচ্ছে ছিল, আমার মা যেখানেই বলবে, সেখানেই দাফন করা হবে। সেই সুবাদে আমার খালাকে সোহাগপুরে আনা হয়েছে এবং এখানে কবর দেওয়া হবে।”
মাসুকার ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে মঙ্গলবার (২২ জুলাই) দুপুরেই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর এলাকা হাজী আব্দুল জলিল বিদ্যালয়ের এলাকায় বসবাস করা বোন জামাতার বাড়িতে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে গ্রামের খান বাড়ি এলাকায় নিয়ে গিয়ে সোহাগপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাদ আসর নামাযে জানাযা শেষে শেষ দাফন করা হয়।
মাসুকা বেগমের বড় বোন জামাতা খলিলুর রহমান বলেন, “আমি যখন মাসুকার বড় বোনকে বিয়ে করি, তখন মাশুকার বয়স ৫-৬ বছর হবে। আমরা তাকে নিজের একজন মেয়ের মতই আদর করেছি। নিজের মেয়ের মত আদর করা শালীকে এভাবে সমাহিত করতে হবে, কখনো কল্পনাও করিনি।”
ঢাকা/মনিরুজ্জামান/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন হত ম ইলস ট ন দ র ঘটন
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা